বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ০৯:১১:২০

যে বিলের কারণে আন্তর্জাতিক মঞ্চে ও পাক সংসদে চা'পের মুখে ইমরান সরকার

যে বিলের কারণে আন্তর্জাতিক মঞ্চে ও পাক সংসদে চা'পের মুখে ইমরান সরকার

আন্তর্জাতিক ডেস্ক : দলীয় কো'ন্দলের জে'রে পাক সংসদে আ'টকে গেল স'ন্ত্রা'সদ'ম'ন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু'টি বিল। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে অনেকটাই বেকা'য়দায় পড়তে হবে ইমরান খানের প্রশা'সনকে। শুধু তাই নয়, ফিনান্সিয়াল অ্যা'ক'শন টাস্ক ফোর্সের ধূসর তালিকা থেকে বেরিয়ে আসার ইসলামাবাদের চে'ষ্টাও ধা'ক্কা খেয়েছে এর ফলে।

জাতীয় সংসদে পাশ হলেও বিরো'ধী সংখ্যাগরিষ্ট সেনেটে বিল দু'টি আ'টকে যাওয়ায় দেশবিরো'ধী কাজের অ'ভিযো'গ তুলে বিরো'ধী দলনেতাদের দু'ষ'লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের অ'ভিযো'গ, ''নিজেদের আর্থিক কে'লে'ঙ্কা'রি ও দু'র্নী'তি ঢাকতে সরকারের বি'রু'দ্ধে ষ'ড়য'ন্ত্র করছেন বিরো'ধী দলনেতারা। পাকিস্তান সরকার চাইছে ফিনান্সিয়াল অ্যা'ক'শন টাস্ক ফো'র্স এর ধূসর তালিকা থেকে বেরিয়ে আসতে।

স'ন্ত্রা'সবা'দীদের অর্থ জোগান দেওয়া নিয়ে পাকিস্তানের যে ব'দনা'ম র'টেছে তা আগে ঘোঁচাতে হবে। সেজন্য পাক সরকার পার্লামেন্টে অর্থ ত'ছরূ'প প্র'তিরো'ধ বিল ওআইসিটি ওয়াকফ সম্পত্তি বিল পেশ করা হয়েছিল। অথচ বিরো'ধীরা ঝা'মে'লা পাকিয়ে বিল দুটি পাসই হতে দিলেন না। বিরো'ধী নেতারা এটা বুঝলেন না নিজেদের দু'র্নী'তি অনি'য়ম ঢাকতে গিয়ে তারা আসলে পাকিস্তানের পায়েই কুড়ুল মে'রে'ছেন। 

এই বিল দুটি পাশ হলে আমার দুনিয়ার কাছে প্রমাণ দিতে পারতাম আমরা স'ন্ত্রা'সবা'দী সংগঠনে অর্থ জোগাই না। আমাদের আর্থিক স্ব'চ্ছ'তা রয়েছে। কিন্তু সেটা হল না। ফলে পাকিস্তানের গায়ে ক'ল'ঙ্কের মতো লেগে থাকবে ধূ'স'র তালিকাটা। নিজেদের দা'য়ব'দ্ধতা ঝেড়ে ফেলে দেশের স'র্বনা'শ করলেন বিরো'ধীরা। তারা গা জো'য়ারি করে ভোটে হা'রিয়ে দিলেন বিল দুটিকে। এতে সরকারকে অ'পদ'স্থ করা হল। কিন্তু পাকিস্তান অ'পদ'স্থ হল দুনিয়ার সামনে।''

সম্প্রতি, চা'পের মুখে রাষ্ট্রসঙ্ঘের নি'রপ'ত্তা পরিষদের তালিকা মেনে মুম্বই হা'ম'লার মু'লচ'ক্রী হাফিজ সইদসহ ৮৮টি জ'ঙ্গি সংগঠন ও সেগুলির প্রধানদের বি'রু'দ্ধে আর্থিক নিষে'ধা'জ্ঞা জা'রি করেছে ইসলামাবাদ। যদিও সেই প'দক্ষে'প কতটা কার্যকরী তা নিয়ে সং'শ'য় রয়েছে বিশেলসকদের মতে। সূত্রের খবর, অক্টোবর মাসের মধ্যে স'ন্ত্রা'সবাদে মদত দেওয়ার বিষয়ে পাকিস্তান যদি নিজেদের অবস্থান না বদলায়। 

আন্তর্জাতিক আর্থিক দু'র্নী'তি নিয়'ন্ত্রক সংস্থা ফিনা'ন্সিয়াল অ্যা'ক'শন টাস্ক ফোর্সের ২৭টি নি'র্দে'শ মেনে জ'ঙ্গি কার্যকলাপে ই'ন্ধ'ন ও আর্থিক সাহায্য দেওয়া ব'ন্ধ না করে। তাহলে তাদের ধূসর তালিকা থেকে নাম বাদ যাওয়ার কোনও প্র'শ্নই। উ'লটে চ'র'ম প'দক্ষে'পের মু'খো'মু'খি হতে হবে তাদের। ''আরও বেশি ধূ'স'র'' তালিকাভুক্ত হলেই পাকিস্তানের রু'গ্ন অর্থ ব্যবস্থা ধ'সে পড়বে। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থ সাহায্য পাওয়াও ক'ঠি'ন হয়ে উঠবে। ফলে ঋণের বোঝায় আরও জ'র্জ'রিত হবে পাকিস্তান। সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে