বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ১১:১৪:১৬

'মমতার ছবি' এঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেজাজ হারালেন কবীর সুমন

'মমতার ছবি' এঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেজাজ হারালেন কবীর সুমন

আন্তর্জাতিক ডেস্ক : তার মেজা'জ যে কখন রৌ'দ্রজ্ব'ল আর কখন মেঘলা—সে কথা তার ঘনি'ষ্ঠরাও ঠাওর করতে পারেন না। তার আঁকা 'মমতার ছবি' নিয়ে সোশ্যাল মিডিয়ায় বি'দ্রু'প হওয়ার পর ফের একবার মেজা'জ হা'রালেন গায়ক তথা যাদবপুরের সাবেক তৃণমূল সাংসদ কবীর সুমন।

ফোনের অ্যাপে সোমবার একটি ছবি এঁকেছিলেন সুমন। তার ক্যাপশনে লিখেছিলেন 'ফোনে আঁকলাম তোমায়-মমতা!' ব্যস তারপর থেকেই শুরু হয়ে যায় ফেসবুকে 'হা হা' রিয়্যা'ক্টের বন্যা। সুমনের আঁকা ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপের ওয়ালে ওয়ালে। মঙ্গলবার তাই নিয়েই নিজের ক্ষো'ভ উ'গরে দিলেন সুমন।

কেন তার আঁকা ছবিতে হাসির ইমোজি দেওয়া হয়েছে তা নিয়ে 'অশ্রাব্য' ভাষায় পোস্ট করেন সুমন। যদিও এই পোস্টের কমেন্ট অপ'শন ব্ল'ক করে রাখেন তিনি। যাতে তার আঁকা ছবি নিয়ে কেউ আর কোনও বি'রূ'প মন্তব্য না করতে পারেন। তবে এই পোস্টেও হা-হা রিয়্যাক্টে ভরিয়ে দিয়েছেন নে'টিজে'নদের অনেকে। কিন্তু কোন মমতার ছবি সুমন এঁকেছেন তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। 

তবে অনেকেই ধ'রে নিয়েছেন, যেহেতু এক সময় তিনি তৃণমূলের সাংসদ ছিলেন এবং তৃণমূলনেত্রীর সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের তাই এক্ষেত্রে অন্য কিছু হওয়ার অবকাশ নেই। তবে সবটাই ধারণা। এমনিতে সাংসদ থাকার সময়ে কালীঘাটের সঙ্গে সুমনের বিশেষ বনিবনা ছিল না। ২০০৯ সালে ভোটে জেতার অল্প কিছু দিনের মধ্যে থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সুমনের। যাদবপুর কেন্দ্রে তৃণমূল নেতাদের দুর্নী'তি নিয়েও সরব হয়েছিলেন সাংসদ থাকার সময়ে। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, ''তৃণমূল মানে খাও, খাও খাও!''

২০১৪ সালে ভোটে তাকে আর টিকিট দেননি মমতা ব্যানার্জী। তার বদলে ওই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন নেতাজির পরিবারের সদস্য তথা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু। কিন্তু গত কয়েক বছর ধ'রে ফের সুমন-তৃণমূল কাছাকাছি আসতে শুরু করেন। বছর চারেক আগে একবার একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে সুমন বলেছিলেন, ''আজ থেকে ৩০০ বছর পরে মমতার নামে মন্দির হবে।'' সেই সুমন এবার ছবি এঁকেছেন মমতার। আর তা নিয়ে বি'দ্রু'পে 'ধরে রাখতে পারলেন না মেজা'জ। সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে