শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ০৯:৪২:৩৩

ভ'য়ঙ্ক'র সামুদ্রিক ঘূ'র্ণিঝ'ড় লরা ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটারের বেশি গ'তিবেগ, ব্যা'পক ক্ষ'তি ও প্রাণহা'নির আশ'ঙ্কা

ভ'য়ঙ্ক'র সামুদ্রিক ঘূ'র্ণিঝ'ড় লরা ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটারের বেশি গ'তিবেগ, ব্যা'পক ক্ষ'তি ও প্রাণহা'নির আশ'ঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটারের বেশি গতিবে'গ নিয়ে ধে'য়ে আসছে ভ'য়ঙ্ক'র সামুদ্রিক ঘূ'র্ণিঝ'ড় লরা। এই ঝ'ড়ের দা'পটে ব্যা'পক ক্ষ'তি ও প্রাণহা'নির আশ'ঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রে। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার এর নাম দিয়েছে লরা।

আটলান্টিক মহাসাগর এলাকা তথা আমেরিকার আশেপাশে ঘূ'র্ণিঝড়ে বাতাসের গতিবেগ যখন ঘণ্টায় ১১৭ কিলোমিটারের বেশি হয় তখন এর ভ'য়াব'হতা দেখে হ্যারিকেন শব্দটি ব্যবহার করা হয়। মায়া সভ্যতার দেবতা হুরাকান কে বলা হত ঝ'ড়ের দেবতা, তাঁর নাম থেকেই হ্যারিকেন শব্দটি এসেছে। মার্কিন হ্যারিকেন সেন্টারের আশ'ঙ্কা, এই ঘূ'র্ণিঝ'ড়টি ব্যা'পক তা'ণ্ডব চা'লাতে পারে। এর প্র'ভাবে উপকূলীয় এলাকায় বহু প্রাণহা'নি হতে পারে। বন্যার সত'র্কতা জা'রি হয়েছে।

সবমিলে নির্বাচনের আগে হ্যারিকেন তা'ণ্ডবের অ'গ্নিপরীক্ষায় ট্রাম্পের সরকার। বর্ণবি'দ্বে'ষী বি'রোধী আ'ন্দোলনে উ'ত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। আবার করোনাভাইরাসের মা'রণ হা'মলায় ইতিমধ্যে লক্ষাধিক মানুষের মৃ'ত্যু হয়েছে। করোনা মো'কাবিলায় ব্যর্থতার অভি'যোগে জেরবার ট্রাম্পের প্রশাসন। এবার সমুদ্র দা'নবের হু'ঙ্কার শোনা যাচ্ছে।

বিবিসি জানাচ্ছে, যদি ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে হ্যারিকেন লরা আঘা'ত করে, তাহলে এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল উপকূলে অন্যতম সর্বোচ্চ গতির ঝড়। সিএনএন ও ফক্স নিউজের রিপোর্ট, টেক্সাস এবং লুইসিয়ানার দিকে ঘণ্টায় ২৪০ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগ নিয়ে এগোচ্ছে লরা। তবে জীবনহা'নি রু'খতে তৈরি মার্কিন সরকার। লরার আঘা'ত হা'নার আগেই প্রায় পাঁচ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ফক্স নিউজ জানাচ্ছে, করোনাভাইরাসের কারণে উপকূল এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়ার কাজ ক'ঠিন। টেক্সাস ও লুইসিয়ানা প্রদেশের সরকার সামাজিক দূরত্ব রেখে সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। আবহাওয়া রিপোর্টের সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে হ্যারিকেন লরার ছবি। তার গতিপথ ও অবস্থান মে'পে চলছে প্রশাসনিক কাজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে