আন্তর্জাতিক ডেস্ক : শারীরিক অসুস্থতার জন্য দায়িত্ব থেকে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার এই কথা জানান তিনি। নয় বছর দায়িত্বে ছিলেন তিনি, যা জাপানের ইতিহাসে রেক'র্ড। আবের দায়িত্ব ছাড়ায় স'মবেদ'না প্রকা'শ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আবে নিজের অর্থনৈতিক নীতি আবেনমিক্সের মাধ্যমে মন জিতেছিলেন মানুষের। ক্র'মশ বিশ্বে বেড়েছে জাপানের সম্মান। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছে এই দেশ। সেনাবা'হি'নীকে নতুন ভাবে গড়তেও স'ক্ষ'ম হয়েছিলেন তিনি। তবে অনেক চে'ষ্টা করেও সংবিধান বদলাতে পারেননি, যেটা একটি বড় আ'ক্ষে'প থেকে যাবে তার।
অনেক দিন ধ'রেই আলসারেটিভ কোলাইটিসে ভু'গছেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে আবে বলেন যে আগামী বছর সেপ্টেম্বর অবধি মেয়াদ থাকলেও তার পক্ষে আর টানা সম্ভব হচ্ছে না। জাপানের মানুষের সম্পূর্ণ সহযো'গিতা সত্ত্বেও তিনি এই দায়িত্বে আর থাকতে পারবেন না বলে জানান তিনি। নরেন্দ্র মোদি টুইটারে তার সঙ্গে আবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন ও তার দ্রুত আরো’গ্য লাভের কামনা করেন।