শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ০৫:২৯:৩৯

এবার তুরস্কের ওপর নিষে'ধা'জ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

এবার তুরস্কের ওপর নিষে'ধা'জ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস ড্রিলিং নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে একটি সম্ভাব্য বি'বা'দে জড়াতে যাচ্ছে তুরস্ক। এই বিষয়টি নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে সাম'রিক উত্তে'জনাও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টিকে ভালোভাবে দেখছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আর এ কারণে শুক্রবার তুরস্কের ওপর নিষে'ধা'জ্ঞা আরো'পের হু'মকি দিয়েছে ইইউ। তুরস্ক যদি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুস'ন্ধা'ন থেকে সরে না আসে তাহলে তাদের বি'রু'দ্ধে ক'ঠো'র অর্থনৈতিক নিষে'ধা'জ্ঞা আরো'প করতে পিছপা হবে না ইইউ। এমনটাই জানিয়েছেন ইইউ'র শীর্ষ কূটনৈ'তিক কর্মকর্তা জোসেফ বোরেল।

তিনি এ বিষয়ে তুরস্কের সঙ্গে আলাপ-আলোচনারও আহ্বান জানিয়েছেন। যদি সুরাহা না হয় তাহলে সদস্য দেশ হিসেবে তারা গ্রিস ও সাইপ্রাসকে সহায়তা দেবে। বহু বছর ধ'রেই তুরস্ক ও গ্রিসের মধ্যে নানামুখী দ্ব'ন্দ্ব বিরা'জমান। সেগুলোকে আবার উ'সকে দিচ্ছে পূর্ব ভূমধ্যসাগরের একটি এলাকায় তুরস্কের গ্যাস ড্রিলিংয়ের জন্য জ'রিপ করার সিদ্ধান্ত।

মূলত যে এলাকায় তুরস্ক জরিপ চালাতে চাচ্ছে সেটি সাইপ্রাসের নিকটবর্তী। সেটা গ্রিসের একটি দ্বীপেরও কাছাকাছি। এই কাজটি যেন তুরস্ক না করে সে বিষয়ে জুলাই মাসে ইউরোশিয়ান দেশটিকে সতর্ক করেছিল ইইউ। এবার হু'মকি দিল নিষে'ধা'জ্ঞার। 

বার্লিনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের সভায় বোরেল বলেন, আমরা সং'শ্লি'ষ্ট ক্ষেত্রে তুরস্কের বি'রু'দ্ধে ব্যবস্থা নিতে পারি। কারণ, তুরস্কের অর্থনীতি ইউরোপীয় অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত। যেসকল কাজ অ'বৈ'ধ সেগুলোর বি'রু'দ্ধে আমাদের অবস্থান নিতেই হবে। এ বিষয়ে গ্রিসের পক্ষে তিনি ইউরোপের অন্যান্য দেশের সহায়তা চেয়েছেন। 

যদিও বোরেল যেসব কারণ উল্লেখ করে তুরস্কের বি'রু'দ্ধে নিষে'ধা'জ্ঞা আ'রো'পের হু'মকি দিয়েছেন সেগুলোকে ভি'ত্তিহী'ন বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এটাকে ইইউ'র এখতিয়ারের বাইরের বিষয় বলে উল্লেখ করেছেন। এক্ষেত্রে আঙ্কারার পক্ষ থেকে ইইউকে আহ্বান জানানো হয়েছে গ্রিসকে সমর্থন কিংবা সহায়তা না দেওয়ার।

পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হামি আকসয় বলেছেন, তুরস্কের নিজস্ব মহাদেশীয় এলাকায় তেল-গ্যাস অনুস'ন্ধানের কার্যক্রমের স'মালো'চনা করার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের এখতিয়ারের বাইরে। তাছাড়া গ্রিস দ্বীপবহুল কোনও রাষ্ট্র নয় যে তাদের মহাদেশীয় শেলফ বিস্তৃত হবে। তাছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ীও গ্রিসের মহাদেশীয় শেলফ দা'বি করাটা অ'বৈ'ধ। সূত্র : আল জাজিরার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে