শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ০৭:২০:২১

গ্রিসের পর এবার এরদোগানের টার্গে'ট সাইপ্রাস, তুরস্কের সাম'রিক মহ'ড়ার ঘোষণা

গ্রিসের পর এবার এরদোগানের টার্গে'ট সাইপ্রাস, তুরস্কের সাম'রিক মহ'ড়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তেল-গ্যাসের অনুস'ন্ধা'ন নিয়ে গ্রিসের সঙ্গে উত্তে'জনার মধ্যেই উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহব্যাপী সাম'রিক মহ'ড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। শুক্রবার রাতে দেয়া এক ঘোষণায় দেশটির প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এ মহ'ড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

দেশটির প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার তাদের বেশ কয়েকটি এফ-১৬ জ'ঙ্গিবিমান গ্রিসের ৬টি এফ-১৬ জ'ঙ্গিবিমানকে তুরস্ক কাজ করছে এমন একটি এলাকায় প্রবেশ করতে দেয়নি। পরে শনিবার থেকে উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহের মহ'ড়ার প্রস্তুতি নিতে নৌ সেনাদের নি'র্দে'শ দেয় তুর্কি প্রতির'ক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির স'ন্ধা'ন পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁ'জ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যা'পক উত্তে'জনা দেখা দেয়। ভূমধ্যসাগরে তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুস'ন্ধা'ন ঠে'কাতে ম'রিয়া হয়ে উঠেছে গ্রিস।

আঙ্কারার অনুস'ন্ধা'ন জাহাজ ভূমধ্যসাগরে আরও কয়েক দিন থাকার ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে গ্রিসের সংসদে মিসরের সঙ্গে সামুদ্রিক সীমানার চুক্তি অনুমোদন করা হয়। এদিকে তুরস্ক ও গ্রিসের মধ্যে সাম'রিক উত্তে'জনার বিষয়টিকে ভালোভাবে দেখছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর এ কারণে শুক্রবার তুরস্কের ওপর নিষে'ধা'জ্ঞা আরো'পের হু'মকি দিয়েছে ইইউ। 

তুরস্ক যদি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুস'ন্ধা'ন থেকে সরে না আসে তাহলে তাদের বি'রু'দ্ধে ক'ঠো'র অর্থনৈতিক নিষে'ধা'জ্ঞা আ'রো'প করতে পিছপা হবে না ইইউ। এমনটাই জানিয়েছেন ইইউ'র শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা জোসেফ বোরেল। তিনি এ বিষয়ে তুরস্কের সঙ্গে আলাপ-আলোচনারও আহ্বান জানিয়েছেন। যদি সুরাহা না হয় তাহলে সদস্য দেশ হিসেবে তারা গ্রিস ও সাইপ্রাসকে সহায়তা দেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে