রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ১২:১১:২৪

জেরুজালেমের রাস্তায় বি'ক্ষোভে ৩৭ হাজার মানুষ

 জেরুজালেমের রাস্তায় বি'ক্ষোভে ৩৭ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ব্যস্ত, ঠিক তখন প্রধানমন্ত্রী পদ থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চাইছেন অনেক ইসরায়েলিরা।

ইসরায়েলের রাজধানী জেরুজালেমের রাস্তায় গতকাল শনিবারের রাতে যে বি'ক্ষোভ হয়, তাতে যোগ দিয়েছিল দেশটির ৩৭ হাজার মানুষ। তবে গণমাধ্যমের খবরে প্রকাশ, এ বি'ক্ষোভে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

জেরুজালেম ছাড়াও ইসরায়েলের অন্য স্থানেও বি'ক্ষোভ হয়েছে এদিন। এমনকি নেতানিয়াহুর নিজের শহর কাশরিয়ায় বি'ক্ষোভ হয়েছে। নেতানিয়াহুর বিরু'দ্ধে বিভক্তি সৃষ্টির মাধ্যমে ক্ষমতা ধ'রে রাখার অভি'যোগ তোলেন বি'ক্ষোভকারী। সমাবেশ থেকে অনেক বি'ক্ষোভকারীকেই আট'ক করা হয়। তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, আগামী ডিসেম্বরে বাজেটকালীন ভোটের মাধ্যমে তাঁর ক্ষমতায় থাকা না থাকার বিষয়টি নির্ধারিত হবে।

জেরুজালেমে গতকালের মি'ছিলে বি'ক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা ও বি'ক্ষোভের কালো পতাকা প্রদর্শন করেন। তাঁরা শহরটির প্রবেশপথে সমবেত হন এবং নেতানিয়াহুর সরকারি বাসভবনের দিকে এগিয়ে যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে