রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ০৭:৩৬:৩৬

লেবানন গোটা মধ্যপ্রাচ্যের অপরূপা কন্যা, হিজবুল্লাহর অ'স্ত্র তার র'ক্ষাক'বচ : খামেনি

লেবানন গোটা মধ্যপ্রাচ্যের অপরূপা কন্যা, হিজবুল্লাহর অ'স্ত্র তার র'ক্ষাক'বচ : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ''২০১০ সালের ২৯ নভেম্বর সোমবার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ির সঙ্গে রাজধানী তেহরানে বৈঠকে বসেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। অত্যন্ত হৃদ্য'তাপূর্ণ বৈঠক। লেবাননের পরি'স্থিতি নিয়ে কথার এক ফাঁকে ফ্রান্সের রোমান্টিক লেখক ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস দ্য হাঞ্চব্যাক অব নটরডেমের প্রধান নারী চরিত্র এসমেরালদার নাম উচ্চারণ করলেন ইরানের সুপ্রিম লিডার।

বললেন-উপন্যাসটি নি'শ্চ'য় পড়েছেন! একটু ভ'রকে গেলেন সাদ হারিরি। পরক্ষণেই নিজেকে সা'মলে নিলেন। সরাসরি জবাব না দিয়ে মু'চকি হাসলেন। আয়াতুল্লাহ খামেনেয়ি থামলেন না। তিনি বললেন, ''উপন্যাসের প্রধান চরিত্র এসমেরালদা ছিলেন প্যারিসের সবচেয়ে সুন্দরী। তার প্রতি অনেকেরই লো'লু'প দৃষ্টি ছিল। এ কারণে এসমেরালদা নিজের সম্ভ্রম র'ক্ষায় সব সময় একটি অত্যন্ত ধা'রা'লো খ'ঞ্জ'র সঙ্গে রাখতেন। লেবানন হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের এমনি এক অপরূপা কনে, যার প্রতি অনেকের লো'লু'প দৃষ্টি রয়েছে। আর তাদের মো'কাবে'লায় লেবাননের র'ক্ষাক'বচ হচ্ছে হিজবুল্লাহর অ'স্ত্র। ইসরাইল এর আগে লেবাননের বৈরুত ও ত্রিপোলি পর্যন্ত এসেছিল, তারা সুযোগ পেলে লেবানন দ'খলে নিয়ে সিরিয়াকে ঘিরে ফেলবে।''

এভাবেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাদ হারিরির সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন লেবাননের সাবেক সংস্কৃতি ও তথ্যমন্ত্রী অধ্যাপক ড. তারিক মিত্রি। তিনি সেদিনের বৈঠকের স্মৃ'তিচার'ণ করতে গিয়ে আরও বলেছেন, ''বৈঠকে হিজবুল্লাহর অ'স্ত্রকে লেবাননের প্রধান সম'স্যা হিসেবে তুলে ধ'রে বক্তব্য রাখতে চেয়েছিলেন সাদ হারিরি। কিন্তু সেই সুযোগ আর হয়নি।''

লেবানন অনেক আগে থেকেই সাজানো-গোছানো সুন্দর একটি দেশ। এ জন্য লেবাননকে মধ্যপ্রাচ্যের 'অপরূপা কনে' বলে অভিহিত করা হয়। ইরানের শীর্ষ নেতা এ কারণেই সুন্দরী এসমেরালদার সঙ্গে দেশটির তুলনা করেছেন। বহু বছর ফ্রান্সের উপনিবেশ ছিল লেবানন। দীর্ঘ সং'গ্রা'মের পরিক্র'মায় ১৯৪৩ সালে ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা অর্জিত হয়। এর কয়েক বছর পরই পাশের ভূ'খ'ণ্ডেই গড়ে ওঠে ইহুদিবাদী ইসরাইল। এরই ধা'রাবা'হিকতায় ১৯৭৫ সালে লেবাননে দেখা দেয় গৃহযু'দ্ধ। এই সুযোগে ১৯৮২ সালে লেবাননেরও বিশাল ভূ'খ'ণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইসরাইলি বা'হি'নী। ১৯৮৫ সালে ইসরাইলি আ'গ্রাস'ন ঠে'কাতে ও নিজদের ভূ'খ'ণ্ড পু'নরু'দ্ধারের ল'ক্ষ্যে গঠিত হয় হিজবুল্লাহ। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে