রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ০৮:৩১:৫৫

কাশ্মীরে আশুরার শো'কানুষ্ঠানে পুলিশের গু'লি, আহ'ত ৪০

কাশ্মীরে আশুরার শো'কানুষ্ঠানে পুলিশের গু'লি, আহ'ত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়'ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আশুরার শোকানুষ্ঠানে পুলিশের হা'মলা অ'ব্যাহ'ত রয়েছে। আজ রোববারও আশুরার শো'কানুষ্ঠানে বা'ধা দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এর আগে গতকাল আয়োজিত শো'ক মি'ছিলে টি'য়ার শেল ও ছ'র'রা গু'লি ছু'ড়েছে পুলিশ।

শ্রীনগরের হাসপাতাল কর্মীরা জানিয়েছেন, আহ'ত অন্তত ৩০ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। প্রত্য'ক্ষদ'র্শীরা জানিয়েছেন, শনিবার কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শো'ক পদযাত্রায় অংশ নেন মুসলমানেরা। সেখানে সরকারি বা'হি'নী ব্যা'প'ক হা'ম'লা চালায়। সামাজিক যো'গাযো'গ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শো'ক যাত্রায় অংশগ্রহণকারীদের স'ত'র্ক করে দিচ্ছে। 

এরপর টি'য়া'রগ্যা'স ও ছ'র'রা গু'লি ছোড়া হয়। প্রত্য'ক্ষদ'র্শীরা আরও বলেছেন, কাশ্মীরিদের শো'ক মিছিল শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশ নিয়েছিলেন। তবে সরকারি বা'হি'নীর সদস্যরা পে'লেট গান ছু'ড়েছে। ওই হা'মলায় অন্তত ৪০ জন আহ'ত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সেখানকার বাসিন্দারা বলছেন, পুলিশের হা'মলায় আহ'তদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে