আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে কোনও হু'মকিতে মাথা ন'ত করবে না তুরস্ক- এমনটাই বলেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেশটির গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, গ্রিসের প্রতি ই'ঙ্গিত করে এই ম'ন্তব্য করেছেন তিনি।রোববার (৩০ আগস্ট) বিজয় দিবস উপলক্ষে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অ'র্পণ করেন এরদোয়ান।
পরে এক বা'র্তায় তিনি বলেন, ‘স'ন্ত্রা'সবাদের বি'রু'দ্ধে আমাদের ল'ড়া'ইয়ের পাশাপাশি আমরা এই অঞ্চলে বিশেষত ভূমধ্যসাগর ও এজিয়ান অঞ্চলে আমাদের অধিকার এবং স্বা'র্থের হু'মকির মো'কাবেলা করছি।’তিনি আরও বলেন, "আমাদের মাটি, আকাশসীমা এবং সমুদ্র নিয়ে যারা বি'রো'ধে মত্ত' তাদের কোন হু'মকি ধা'মকিতে আমরা মাথা ন'ত করব না। বরং আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চু'ক্তির আলোকে নিজেদের অধিকার সংর'ক্ষণ করব।"
সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিশর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির স'ন্ধা'ন পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁ'জ পাওয়ার জন্য ত'ৎ'পর হয়ে উঠেছে। এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথাও জানিয়েছে তারা। আর এ নিয়েই তুরস্ক সরকার ক'ড়া হুঁ'শি'য়ারি দিয়েছে।