আন্তর্জাতিক ডেস্ক : করোনা স'ত'র্কতা উপে'ক্ষা করে মালদ্বীপে বিরো'ধী কো'য়ালি'শন জোটের শরিক দুই দল প্রগ্রেসিভ পার্টি অব মালদিভস (পিপিএম) ও পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) দেশের বিভিন্নস্থানে বি'ক্ষো'ভ করেছে। দেশের কোভিড-১৯ হ'টস্প'ট হিসেবে পরিচিত রাজধানী মালেতেও বি'ক্ষো'ভ হয়েছে।
বি'ক্ষো'ভকারীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পড়ে মিছিল করেছে কিনা তা তদ'ন্ত করে দেখছে পুলিশ। বিরো'ধী জোট বলেছিলো যে তারা রাজধানীতে বি'ক্ষো'ভ করবে না। কিন্তু রাজধানীর রাস্তায় বিপুল সংখ্যক নেতা-কর্মী মটরসাইকেল র্যালিতে অংশ নেয়।
বর্তমান সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে বলে অ'ভিযো'গ ও সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের মুক্তির দাবিতে এই বি'ক্ষো'ভ অনুষ্ঠিত হয়। মানি লন্ডা'রিং মাম'লায় ইয়ামিন ৫ বছরের জে'ল খা'টছেন। দেশের বর্তমান পরি'স্থিতিতে ইয়ামিনের মতো নেতা প্রয়োজন উল্লেখ করে বি'ক্ষো'ভকারীরা প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে প'দত্যা'গের আহ্বান জানায়।
দেশটিতে কোভিড-১৯ সং'ক্র'মণের হা'র বেড়েছে এবং স'ত'র্কতার মাত্রা ৯-এ পৌছে গেছে। তাই কর্তৃপক্ষ বারবার জনগণকে সুর'ক্ষা গাইডলাইন অনুসরণ করার আহ্বান জানাচ্ছে। সাবেক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে গত মঙ্গলবার বিরো'ধী দলগুলো সমুদ্র র্যালির আয়োজন করে। সূত্র: দি এডিশন