আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ২০১৮ সালে গো'পনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। ওই সফরে তিনি আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির গোয়ে'ন্দা বাহি'নীর প্রধানও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসরাইলি প্র'ভা'বশালী গণমাধ্যম ইদিওথ অহরনোথের বরাতে এই খবর প্রকা'শ করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে মুসলিম ও আরব দেশ সংযুক্ত আরব আমিরাত। এরই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) ইসরাইলের সঙ্গে আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে।
প্রথম ফ্লাইটে যাত্রী হিসেবে আমিরাতে গেছেন ট্রাম্পের ইহুদি জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার। আমিরাত-ইসরাইল চু'ক্তি ওই অঞ্চলে শান্তির নতুন যুগের সূচনা করবে বলে প্রত্যা'শা ব্যক্ত করেছেন কুশনার। উল্লেখ্য, জর্ডান এবং মিশরের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে চুক্তিতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত।