বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৩:৪৮

বিশ্বনবীকে নিয়ে আবারো বিতর্কি'ত কার্টুন ছেপেছে ফরাসি রম্য সাময়িকী শার্লি এব্দো

বিশ্বনবীকে নিয়ে আবারো বিতর্কি'ত কার্টুন ছেপেছে ফরাসি রম্য সাময়িকী শার্লি এব্দো

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ বছর আগে ফরাসি রম্য সাময়িকী শার্লি এব্দোর অফিসে হা'মলার ঘ'ট'নায় জ'ড়িত স'ন্দেহে ১৪ জন কথিত ষ'ড়য'ন্ত্রকারীর বিচার আজ বুধবার শুরু হচ্ছে। বিচার শুরুর একদিন আগে শার্লি এব্দো বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বহুল বিতর্কি'ত কিছু কার্টুন আবার প্রকাশ করেছে। ওই কার্টুন প্রকাশকে কেন্দ্র করে ২০১৫ সালে তাদের অফিসে হা'মলা চা'লানো হয়।

কথিত ষ'ড়য'ন্ত্রকারীর বিরু'দ্ধে অভি'যোগ, শার্লি এব্দোতে ২০১৫ সালের ৭ জানুয়ারি দুই ভাইয়ের চালানো ব'ন্দু'ক হাম'লায় সহযোগিতা করেছিল এই ১৪ জন। ওই হা'মলায় সুপরিচিত কার্টুনিস্টসহ ১২ জন নিহ'ত হন। এর কয়েকদিন পর প্যারিসে এই ঘ'ট'না সং'ক্রা'ন্ত আরেকটি হা'মলায় পাঁচজন মা'রা যান।

বিবিসির বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শার্লি এব্দোর সর্বশেষ সংস্করণের মলাটে মহানবীর সেই মূল ১২টি কার্টুন চিত্র আবার ছাপা হয়েছে। এই কার্টুনগুলো শার্লি এব্দোয় প্রকাশের আগে সেগুলো ডেনমার্কের একটি সংবাদপত্রেও ছাপা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে