বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৭:০৩

মাইকে আজান দেওয়া নিষি'দ্ধ করে রায় দিল দক্ষিণ আফ্রিকার আদালত

মাইকে আজান দেওয়া নিষি'দ্ধ করে রায় দিল দক্ষিণ আফ্রিকার আদালত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ডারবানে মাইকে আজান দেওয়া নিষি'দ্ধ করে রায় দিয়েছে দেশটির আদালত। কোয়াজুলু-নাটালে মাদরাসা তালেমুদ্দীন ইসলামী ইনস্টিটিউটের মুসলিম প্রতিবেশী হিন্দুদের অভি'যোগের কারণে মসজিদে মাইক ব্যবহার করে আজান দেওয়া নিষিদ্ধ' করে রায় দেয় ডারবানের একটি আদালত।

গত শুক্রবার এই রায় দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলিমান বলেছেন, আমরা এই রায়কে একটি দুর্বল রায় বলে মনে করি। এর আগে হিন্দু ধর্মাবলম্বী এবং মসজিদের বিপরীতে বসবাসকারী মুসলমানদের প্রতিষ্ঠানটিকে পুরোপুরি বন্ধর জন্য আদালতে আবেদন করেছিল। বিশেষ করে জোহরের আজান তাদের দৈনন্দিন কাজের বি'ঘ্ন ঘ'টাচ্ছে। বিচারক সিডওয়েল মঙ্গাদি বলেন, আবেদনকারীর ব্যক্তিগত জীবন ও কাজের বি'ঘ্ন ঘ'টাচ্ছে উচ্চস্বরে মাইকের আজান।

আদালত নির্দেশ দিয়েছে, মসজিদের আজান ও নামাজের আওয়াজ আবেদনকারীর বাড়ির মধ্যে যাবে না এবং তিন মিনিট সময়ের মধ্যে শেষ করে নিতে হবে।
মুসলিম ধর্মীয় নেতারা হাইকোর্টের এই রায়ের বিরু'দ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে