বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৫:৪৪

জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকের তালিকায় কাশ্মীর ইস্যু, নারাজ ভারত

জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকের তালিকায় কাশ্মীর ইস্যু, নারাজ ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ফের একবার জাতিসংঘের মাধ্যমে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মহলের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হল পাকিস্তানের। চিরদিনের মতো নিরা'পত্তা পরিষদের আলোচনার তালিকা থেকে জম্মু ও কাশ্মীর ইস্যু বা'দ দেওয়ার দাবি জানাল ভারত। বিষয়টিকে মেয়াদ উত্তীর্ণ প্রসঙ্গ বলে উল্লেখ করে বাতিল করতে বলল। 

এর ফলে ইসলামাবাদের এতদিন ধরে ভারতকে বদ'নাম করার খুব বড় একটি হা'তিয়ার ভোঁ'তা হয়ে গেল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সম্প্রতি নিরাপত্তা পরিষদ-এর বার্ষিক রিপো'র্ট সং'ক্রা'ন্ত একটি ভারচুয়াল বৈঠকে জম্মু ও কাশ্মীরের বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেন পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আক্রম। নিরা'পত্তা পরিষদের সমালো'চনা করে জম্মু ও কাশ্মীর ইস্যুতে তারা নিজেদের নীতি ও সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছে না বলেও অ'ভিযো'গ করেন। 

গত এক বছরে নিরা'পত্তা পরিষদের সদস্যরা জম্মু ও কাশ্মীরের পরি'স্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসলেও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। এরপর গত সোমবার একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে নাম না করে এই বিষয়ে পাকিস্তানের তী'ব্র স'মালো'চনা করে নয়াদিল্লি। ওই বিবৃতি উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কতটা উদ'গ্রীব তা একটি দেশের প্রতিনিধিদের তরফে বারবার প্রমাণ করার চেষ্টা চলছে। কিন্তু, দুর্ভা'গ্যব'শত প্রতিবারই তাদের সেই চেষ্টা ব্য'র্থ হয়। 

কারণ পৃথিবীর সবাই তাদের আন্তর্জাতিক সন্ত্রা'সবাদের নেতা ও জ'ঙ্গিদের ম'দ'তদাতা হিসেবেই চেনে। তাই নিরা'পত্তা পরিষদে বারবার বা'তিল হয়ে যাওয়া ইস্যুগুলিকে নিয়ে তাদের আলোচনার প্রস্তাবে সাড়া দেয় না। আন্তর্জাতিক মহলের সাহায্যে নয়াদিল্লিকে কো'ণঠা'সা করতে গিয়ে নিজেদেরই মুখ পুড়ল। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে