বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩:৪০

ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের করতে দেবে না কুয়েত

ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের করতে দেবে না কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক : আরব আমিরাতে আসার সময় ইসরায়েলি বিমানকে নিজেদের আকাশ পথ ব্যবহার করতে দেয়ার যে খবর বেরিয়েছিল, কুয়েত তা প্র'ত্যাখ্যা'ন করেছে। কুয়েত সরকার জানিয়েছে, কুয়েতের আকাশ ইসরায়েলি বিমান ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে, তা ভিত্তি'হীন। ইসরাইলের কোনো বিমানকে কোনোদিনই আকাশসীমা ব্যবহার করতে দেবে না কুয়েত।

এছাড়া ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করবে না বলেও জানানো হয়েছে কুয়েত সরকারের পক্ষ থেকে। সম্প্রতি ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে একটি দ্বিপাক্ষিক চু'ক্তি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন এই চু'ক্তিতে দেশ দুটোর মধ্যে কূটনৈতিক সম্পর্কও স্থাপন করার কথা বলা হয়।
 
চলতি সপ্তাহে চুক্তির শর্তাবলি চূড়ান্ত করার জন্য ইসরায়েলি প্রতিনিধিরা আমিরাত আসেন। সে সময় তাদের বিমান সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে। সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইসরায়েলের বিমানকে সৌদি আরব নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে। 

খবরে আরও বলা হয়, দুবাইয়ের অনুরোধের পর আরব আমিরাতের সঙ্গে যে কোনো দেশ থেকে বিমান যোগাযোগে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে করে দুবাই ও তেলআবিবের মধ্যে বিমান যোগাযোগের সময় ও খরচ অর্ধেক কমে আসবে। নিউইয়র্ক টাইমস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে