বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩১:৩২

কাছে না গিয়েও যে প্রযুক্তির মাধ্যমে চীনা সেনাদের পিছু হঁটালো ভারতীয় সেনারা!

কাছে না গিয়েও যে প্রযুক্তির মাধ্যমে চীনা সেনাদের পিছু হঁটালো ভারতীয় সেনারা!

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সং'ঘা'তের মাঝেই নেপাল-ভুটান সীমান্তে নতুন করে ন'জ'রদারি বাড়িয়েছে ভারত। লাইন-অব-অ্যা'কচু'য়াল ক'ন্ট্রো'ল নিয়ে চিন্তা কমছে না। হাই-অ্যা'লার্টে থাকতে বলা হয়েছে। তবে চীনের পরিক'ল্পনা ভা'ঙতে নানা কৌ'শল সাজিয়েছে ভারত। প্যাংগং লেকে ৩১ আগস্ট ব্ল্যাক টপ এবং হেলমেট টপে হা'ম'লা চালায় চীনা সেনা বাহি'নী। 

তবে দূর থেকেই তা ধ'রে ফেলতে সক্ষ'ম হয় ভারতীয় সেনারা। চীনের অনুপ্র'বেশের কা'র্যক'লাপ খুব একটা সফল হতে দেয়নি ভারতীয় সেনার মে'গাফো'ন। দূর থেকেই নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে ভারতের স'শ'স্ত্র সেনাবা'হিনী। প্যাংগং লেকের দক্ষিণে ব্ল্যাক টপে পৌঁছে গিয়েছে ভারতীয় সেনা। সেখান থেকে গোটা এলাকাকে ন'জরে রাখছে ভারত। তবে ভারত প্রকৃত নিয়'ন্ত্রণ রেখা পার করেছে বলেই দো'ষারো'প করছে চীন সেনা বা'হি'নী। তবে তা ধো'পে টেকেনি।

মে মাস থেকে টানা সং'ঘা'তের পর ব্যা'কফু'টে রয়েছে চীন। ফিংগার-৩ এবং ফিংগার-৪ থেকে ফিংগার-১ এলাকা থেকে ভারতের সেনা বাহি'নীকে স'রে যেতে বলা হয়। তবে চীনের একের পর এক মি'থ্যা আর কাজে লাগবে না।। কারণ চীনের সেনা যে একাধিক জায়গা থেকে অ'নুপ্রবে'শের চেষ্টা করেছে তা প্রকা'শ্যে চলে এসেছে।

সুত্রের খবর, ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশকেও এই নির্দে'শ দেওয়া হয়েছে। উত্তরাখন্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, লাদাখ এবং সিকিম, এমনকি ইন্দো-নেপাল এবং ভুটান সীমান্তে ন'জ'রদা'রিতে কর্মরত সশ'স্ত্র সীমা দলকেও স'ত'র্ক করা হয়েছে। ন'জ'রদারি আরও বাড়াতে বলা হয়েছে। চীনের অ'নুপ্রবে'শের চেষ্টা ব্য'র্থ করতে সফল হয়েছে ভারত। নতুন করে দুই দেশের চাপ বাড়ায় মিলি'টারি স্তরে বৈঠক শুরু হয়েছে।

সোমবার এবং মঙ্গলবার এই দু'দিনের আলোচনায় বিশেষ গুরুত্বপূর্ণ কোনও ফলাফল আসেনি। এদিকে, চীনের নতুন উ'সকা'নির চ'র'ম বিরো'ধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। আমেরিকান ইন্ট্যা'লিজ্যা'ন্সের অ্যাসেসমেন্ট অনুযায়ী, চীন ইচ্ছাকৃতভাবে বারবার ভারতকে উ'সকা'নিমূলক কাজে জড়িয়েছে। আমেরিকাও ল'ক্ষ্য করে জানিয়েছে, চীন দেশের ভেতর এবং বাইরে টানা আ'গ্রা'সী মনোভাব দেখাচ্ছে। লাইন-অব-অ্যা'কচু'য়াল ক'ন্ট্রো'লের পরি'স্থিতিতে ল'ক্ষ্য রাখছে আমেরিকা।

সিকিমের ট্রা'ই-জাং'শান এলাকা অর্থাৎ যেখানে ভারত, চীন ও তিব্বত মিলেছে, সেই এলাকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। ডোকলামের দক্ষিণে রয়েছে এই এলাকা। ২০১৭ সালে চীনের পিপলস লি'বারে'শন আ'র্মির সঙ্গে এই ডোকলামেই উ'ত্ত'প্ত পরি'স্থিতি তৈরি হয়েছিল ভারতীয় সেনা বা'হি'নীর। উত্তরাখণ্ডের কালাপানি এলাকাতেও ভারতীয় সেনা বাহি'নীকে অতি'রিক্তি স'ত'র্ক থাকার নির্দে'শ দেওয়া হয়েছে। সূত্র: কলকাতা ২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে