আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীরণের চু'ক্তি হয়। এতে মধ্য'স্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ চুক্তির অংশ হিসেবে ইসরাইলের সঙ্গে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকসহ বিমান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়। এরপরই ইসরাইলের বাণিজ্যিক বিমানগুলোর জন্য আকাশসীমা উন্মুক্তের ঘোষণা দেয় সৌদি আরব।
পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতগামী ও সেখান থেকে যাওয়া সব ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে বাহরাইন। বাহরাইনে মার্কিন নৌবা'হিনীর পঞ্চম নৌব'হরের ও ব্রিটিশ নৌবা'হিনীর ঘাঁ'টি রয়েছে। দেশটির সঙ্গে ইহুদি সম্প্রদায়ের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে।
জেরুজালেম পোস্ট বলছে, এ সিদ্ধান্তের ফলে কয়েক ঘণ্টা সময় বাঁচবে। এর আগে ইসরাইল থেকে আমিরাতে যাওয়া প্রথম ফ্লাইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাত ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার এবং ইহুদি প্রতিনিধি দল আবুধাবিতে পৌঁছে।