আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন চলমান সীমান্ত সং'ঘা'ত ও উত্তে'জনার মধ্যে লিপুলেখ সীমান্তে সেনা মোতায়েন করেছে নেপাল। নেপাল সরকারের নির্দে'শে ভারতের উত্তরাখণ্ডের লিপুলেখ এলাকার কালাপানি উপত্যকায় কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানদের ওপর ন'জ'রদা'রি শুরু করেছে নেপালি বাহিনী। ভারত, চীন ও নেপালের মধ্যে ত্রি-সংযোগ এলাকায় লিপুলেখের অবস্থান।
এটি উত্তরাখণ্ডের কালাপানি উপত্যকার উপরের অংশে অবস্থিত। সম্প্রতি নেপালের কেপি শর্মা ওলি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেপাল আর্মড পুলিশ ফোর্সের (এনএপিএফ) কাছে একটি নির্দে'শিকা পাঠানো হয়। ওই নির্দে'শিকায় উত্তরাখণ্ডের কালাপানি উপত্যকায় থাকা ভারত, চীন ও নেপালের সীমান্তে আরও 'এনএপিএফ' মোতায়েন করতে বলা হয়েছে।
ওই বাহি'নী কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানদের উপরে ন'জ'রদারি চালাবে। এরপরেই লিপুলেখ সীমান্তে নেপাল আর্মড পুলিশ ফোর্সের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানকে মোতায়েন করা হয়েছে। নেপাল সরকারের নির্দে'শে বলা হয়েছে ভারত ও চীনের মধ্যে উত্তে'জনা বাড়ছে, সেজন্য লিপুলেখ সীমান্তে ক'ঠো'র ন'জ'রদারি করা প্রয়োজন। 'এনএপিএফ' ভারত ও চীনের মধ্যে ক্র'মব'র্ধমান উত্তে'জনা প'র্যবে'ক্ষণ করতে সরকারের কাছে দূ'রগা'মী টহল দেওয়ার জন্য অনুমতি চেয়েছে।
সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সং'ঘ'র্ষের পর চীন, লিপুলেখ সীমান্তের ওপারে সেনা মোতায়েন শুরু করেছে। তিনটি দেশের সীমান্তে ১৫০ লাইট কম্বা'ইন্ড আর্মস ব্রিগে'ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত জুলাইতে সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত পালা এলাকায় চীনা সাম'রিক চৌ'কিতে সেনা মোতায়েন শুরু হয়। প্রথমে সেখানে এক হাজার সেনা মোতায়েন করা হয়। পরে সেখানে আরও দু'হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
নেপাল সরকারের পক্ষ থেকে গত জুন মাসে সেদেশের সংসদে নয়া মানচিত্র বিল পাস করা হয়। সংশো'ধিত মানচিত্রে ভারতের উত্তরাখণ্ডের লিপুলেখ, লিমপিয়াধুরা এবং কালাপানি অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। ভারতের প্রায় ৪০০ বর্গ কিলোমিটার এলাকাকে নেপাল তার নয়া মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ওই ঘ'টনায় ক্ষু'ব্ধ প্রতি'ক্রিয়া ব্যক্ত করে বলেন, কৃত্রিমভাবে এলাকা বৃদ্ধির দাবির ঐতিহাসিক কোনও ভি'ত্তি নেই। এটা মোটেই সমর্থন করা যায় না। নেপাল এবার সেই লিপুলেখ এলাকাতেই ভারতীয় বাহি'নীর ওপরে একনাগাড়ে ন'জ'রদারি চালাতে নেপাল আর্মড পুলিশ ফো'র্স মোতায়েন করল যা তাৎ'প'র্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লে'ষকরা।
এদিকে, ভারত-চীন ক্র'মব'র্ধমান উত্তে'জনার মধ্যে পিথোরাগড় সীমান্তে চীন সাম'রিক তৎ'পরতা বাড়িয়েছে। গত (বুধবার) রাতে ভারত-চীন সীমান্তে চীন মানবহী'ন আকাশযান (ইউএভি) দিয়ে পর্যবেক্ষণ চালিয়েছে। ওই ঘ'টনায় ভারতীয় সেনাবা'হিনী এবং আইটিবিপি জওয়ানরা সত'র্ক অবস্থায় ছিলেন। একইসঙ্গে, সীমান্তের গ্রামবাসীরাও আ'ত'ঙ্কিত হয়ে গভীর রাত অবধি জেগে ছিলেন।
ভারতীয় নিরা'পত্তা এজে'ন্সিগুলোর মতে, লাদাখ অঞ্চলে চীন এ জাতীয় ক্রিয়াকলাপ অব্যাহ'ত রেখেছে কিন্তু পিথোরাগড় সীমান্তে তারা এই প্রথম একটি মানবহী'ন আকাশযানে পর্যবে'ক্ষণ করেছে। গণমাধ্যমে প্রকা'শ, ভারত-চীন সীমান্তে লিপুলেখের কাছে গত (বুধবার) রাতে আচ'মকা অনেক উঁচুতে একটি উজ্জ্বল আলো দেখা গিয়েছিল যা গোটা সীমান্ত অঞ্চল প্রদক্ষিণ করে।
রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এ ধ'রণের কা'র্যক'লাপে দেখে সেনাবাহি'নী এবং আইটিবিপি জওয়ানদের স'ত'র্ক অবস্থায় ছিলেন। নিরা'পত্তা এজে'ন্সিগুলোর মতে, ওই আলোটি একটি মানবহী'ন যান হতে পারে। কারণ, চীন সাম্প্রতিক সময়ে ওই এলাকায় লিপুলেখ সীমান্তের কাছে সাম'রিক তৎপরতা বৃদ্ধি করেছে। ফলে, তারা এটি একটি স্থায়ী সাম'রিক ছাউনি নির্মাণ এবং কৈলাশ মানস সরোবরের কাছে একটি লঞ্চ প্যাড প্রস্তুতসহ ক্ষে'পণা'স্ত্র মোতায়েন করেছে। সূত্র : পার্সটুডে।