শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৯:৫৭

লাদাখে ভারতের প্রায় ১ হাজার বর্গ কিলোমিটার চীনের দখলে

লাদাখে ভারতের প্রায় ১ হাজার বর্গ কিলোমিটার চীনের দখলে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লাদাখ সীমান্তের প্রকৃত নিয়'ন্ত্রণ রেখার (এলএসি) আশপাশে প্রায় ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দ'খল করে নিয়েছে চীন। ভারতীয় একটি গোয়ে'ন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারকে এই ত'থ্য জানিয়েছে।  ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কেন্দ্রের কাছে একটি রিপো'র্ট জমা দিয়েছেন গোয়ে'ন্দারা। 

সেখানে বলা হয়েছে, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়'ন্ত্রণরেখা বরাবর লাগাতার আ'গ্রাসন চালিয়ে যাচ্ছে চীন। এ পর্যন্ত প্রায় ১ হাজার বর্গকিলোমিটার এলাকা দ'খল করে ফেলেছে কমিউনিস্ট দেশটি। গত এপ্রিল মাস থেকেই প্রকৃত নিয়'ন্ত্রণরেখা বরাবর সৈন্য ও হা'তিয়ার মজুত করা শুরু করেছে লালফৌ'জ। বিশেষ করে, দেপসাং প্লেন অঞ্চলে পেট্রোলিং পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত প্রায় ৯০০ বর্গ কিলোমিটার দ'খ'ল করেছে চীন। 

গালওয়ান উপত্যকায় ১২ ও হট স্প্রিং এলাকায় ১২ বর্গ কিলোমিটার এলাকা দ'খ'ল করেছে চীনা বা'হি'নী। শুধু তাই নয়, প্যাংগং লেক বরাবর ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত বরাবর টহল দিয়ে এসেছে ভারতীয় ফৌ'জ। তবে চীনের দাবি, ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত তাদের এলাকা। ফলে সংঘা'ত বাড়ছে দুই বা'হি'নীর মধ্যে। গত মে মাসে ওই এলাকায় আচ'মকাই ভারতীয় জওয়ানদের ওপর লাঠি ও পাথর নিয়ে হা'মলা চালিয়েছিল চীনা বা'হি'নী। 

ওই ঘ'টনার পর থেকেই প্রচুর সেনা মোতায়েন করেছে লালফৌ'জ। শুধু তাই নয়, ফিঙ্গার ৪ থেকে আর ভারতীয় জওয়ানদের টহল দিতে দিচ্ছে না চীনারা। বর্তমানে ওই ফিঙ্গার ৪-ই কার্যত সীমান্ত হয়ে দাঁড়িয়েছে। এহেন পরি'স্থিতিতে গত ২৯ আগস্ট ও ৩০ আগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে লালফৌ'জ। ফলে ওই এলাকার পরি'স্থিতি আরও উ'ত্ত'প্ত হয়ে উঠেছে। এদিকে, সং'ঘা'ত থামাতে ওই ঘ'টনার পর চু'শু'ল বর্ডার মিটিং পয়েন্টে ব্রিগেড কম্যান্ডার স্তরে বৈঠক হয় দুই দেশের। সূত্র : দ্য হিন্দু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে