আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের দুইবার করে ভোট দিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নর্থ ক্যারোলাইনার ভোটারদের এই পরা'মর্শ দিয়েছেন তিনি। বুধবার উত্তর ক্যারোলাইনার উইলমিংটনে ডাব্লিউইসিটি-টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ পরা'মর্শ দেন।
তার এ পরা'মর্শ দেওয়ার কারণ হলো- নির্বাচনীপ্র'ক্রি'য়া, নিরা'পত্তাব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না তা যাচাই-বাছাই করা। কারণ, তিনি বোঝাতে চেয়েছেন, অধিবাসীরা দুইবার করে ভোট দিতে গেলেই বুঝতে পারবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না। ট্রাম্পের এমন পরা'মর্শের ক'ঠো'র স'মালো'চনা শুরু হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, নর্থ ক্যারোলাইনার অধিবাসীদের দু'বার ভোট দেওয়ার পরামর্শ দিয়ে পুরো দেশেই ভোট জা'লিয়া'তির মতো অ'পরা'ধ উ'সকে দিচ্ছেন ট্রাম্প। এদিকে বিরো'ধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৮১ নোবেল বিজয়ী। বুধবার এক খোলা চিঠিতে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন তারা। শুধু তাই নয়, শতাধিক রিপাবলিকান নেতাও ডেমোক্রেটিক পার্টির এ বর্ষীয়ান নেতার প্রতি সমর্থন জানিয়েছেন। সূত্র : রয়টার্স।