শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৪:৫৪

গো'পনে ইসরাইলের পক্ষে কাজ করছে কয়েকটি আরব দেশ : হামাস

গো'পনে ইসরাইলের পক্ষে কাজ করছে কয়েকটি আরব দেশ : হামাস

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের জন্য আকাশপথ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বাহরাইনের সমালো'চনা করেছে অ'বরু'দ্ধ গাজার শা'সকগো'ষ্ঠী হামাস। শুক্রবার হামাসের মুখপাত্র হাজেম কাসেমি বলেন, আমিরাত-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকের চুক্তি বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে কয়েকটি আরব দেশ ফিলিস্তিনে তেল আবিবের সম্প্র'সারণবা'দনীতিকে সমর্থন করছে। 

ক্ষ'তিগ্রস্ত করছে আরবদের অধিকার আদায়ের সং'গ্রা'ম। আমিরাতের সম্পর্ক স্বাভাবিকের চু'ক্তি প্রতিহ'ত করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান কাসেমি। বলেন, আমিরাতের চু'ক্তি বাস্তবায়নে সহযোগিতা ইসরাইলি দ'খলদা'রিত্ব এবং ফিলিস্তিনিদের বি'রু'দ্ধে তেল আবিবের চলমান অ'পরা'ধমূলক কর্মকা'ণ্ডকে আরো উৎসা'হী করবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমিরাত-ইসরাইলের জন্য আকাশপথ উন্মুক্তের ঘোষণা দেয় বাহরাইন। দেশটির ট্রা'ন্সপো'র্টেশ'ন অ্যান্ড টে'লিকমি'উনিকে'শন মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম এ ত'থ্য জানায়। এর আগের দিন, ইসরাইলে যাওয়ার জন্য আমিরাতের বিমানকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় রিয়াদ।

গত সোমবার প্রথম ইসরাইলি বাণিজ্যিক ফ্লাইট আবুধাবিতে অবতরণ করে। চু'ক্তি বাস্তবায়নের প্রথম ধাপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষ প্রতিনিধিরা ওই ফ্লাইটে আমিরাত পৌঁছান। সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে আবুধাবি যান তারা। বাহরাইনের এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমানে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় কম ব্যয় হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে