শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৯:৫৪

করোনার ভয় কাটাতে এই কফিনে শুয়ে থাকেন জাপানিরা

করোনার ভয় কাটাতে এই কফিনে শুয়ে থাকেন জাপানিরা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ভয় কাটাতে এই কফিনে শুয়ে থাকেন জাপানিরা! প্রায় সাড়ে ৬ ফুট লম্বা কাঠের কফিন। ওপরটা কাঁচে ঢাকা। এমন কফিনে শুনে করোনাভী'তি দূ'র করছে জাপানিরা! দেশটির একটি নাট্য সংগঠন এই উদ্যোগ নিয়েছে। প্রতি সপ্তাহে জাপানের টোকিও শহরের মানুষদের জন্য এর আয়োজন করা হচ্ছে। 

কফিনটিতে শুয়ে সাউন্ড বক্সে শোনা যাবে ভৌতিক গল্প। দেখা যাবে ভুত আর জম্বিরাদের। যারা একে অন্যের সঙ্গে মা'রামা'রি করছে। লম্বা ভৌতিক আঙুল দিয়ে খোঁ'চা'চ্ছে। এমন সব ভৌতিক কা'ণ্ড-কারখানা। টা'না ১৫ মিনিট এই ভৌতিক পরিবেশে থাকতে হবে। মূল বিষয় হলো- এই ভুত আর জম্বির সাজে অভিনেতারা অভিনয় করেন কফিনে শুয়ে থাকা মানুষের সামনে। উপরের স্ব'চ্ছ লাঁচের জন্য ভেতর থেকে সব দেখতে পান মানুষটি। সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে