শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৩:১০

প্রকাশ্যে ক্রিকেট খেলার অপ'রাধে কাশ্মীরে গ্রেফতার ১০ যুবক, নেপথ্যে যে গভীর ষ'ড়য'ন্ত্র!

প্রকাশ্যে ক্রিকেট খেলার অপ'রাধে কাশ্মীরে গ্রেফতার ১০ যুবক, নেপথ্যে যে গভীর ষ'ড়য'ন্ত্র!

স্পোর্টস ডেস্ক : অ'পরা'ধ বলতে শুধু প্রকা'শ্যে ক্রিকেট ম্যাচ খেলা। এবং সেকারণেই গ্রেফতার করে নিয়ে গিয়েছে কাশ্মীর পুলিশ। আ'টক করে রাখা হয়েছে দীর্ঘক্ষণ। এত'ক্ষণ পড়ে মনে হতে পারে, এ ভারি অ'ন্যা'য়। কিন্তু এর নে'পথ্যে যে কী গভীর ষ'ড়য'ন্ত্র, তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য। এই ক্রিকেট ম্যাচ আসলে সামান্য ক্রিকেট ম্যাচ নয়। 

এর আড়ালে বিচ্ছিন্নতাবা'দীরা বি'ষ ছড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। একটু খোলসা করেই বলা যাক। দিন দু'য়েক আগে কাশ্মীরের বারামুলায় ক্রিকেট খেলার অপ'রাধে বেআইনি কার্যকলাপ প্র'তিরো'ধ আইনের অধীনে ১০ জনকে গ্রেফতার করেছে নি'রাপ'ত্তার'ক্ষীরা। যা নিয়ে রী'তিম'তো আলো'ড়িত হয়ে যায় উপত্যকার ওই এলাকা। এই আইন প্রকা'রান্তরে দেশদ্রো'হি'তার ধা'রা। এখন প্রশ্ন উঠতে পারে, সামান্য ক্রিকেট খেলা দেশদ্রো'হিতা কী করে হয়? 

আসলে ওই ক্রিকেট ম্যাচটি আয়োজিত হয়েছিল এক কু'খ্যা'ত জ'ঙ্গিনে'তার স্মরণে। শুধু তাই নয়, আয়োজকরা ওই জ'ঙ্গিনে'তাকে স্মরণ করার জন্য তার না'মা'ঙ্কিত জার্সিও ক্রিকেটারদের উপহার দিয়েছিল। যা রীতিমতো আইন বিরো'ধী। গত জানুয়ারিতে সৈয়দ রুবান নামের ওই জ'ঙ্গি নেতা এবং তার ৯ সঙ্গী নি'রাপ'ত্তারক্ষীদের গু'লিতে মৃত্যু হয়। 

তারপর থেকেই ওই জ'ঙ্গির ভাই বারামুলায় নিজের দাদার স্মরণে নানারকম কা'র্যকলাপ করে চলেছে। কখনও ক্রিকেট ম্যাচ আয়োজন আবার কখনও জ'ঙ্গি রুবানের নাম লেখা জামা-কাপড় বিতরণ। আসলে দাদাকে স্মরণ করার পাশাপাশি ওই এলাকার তরুণ যুবসমাজের মধ্যে বি'ষ ঢু'কিয়ে দেওয়ায় তার আসল উদ্দেশ্য। এবং সেজন্যই কাশ্মীর পুলিশ ক্রিকেট ম্যাচটির সঙ্গে যুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, কোনও জ'ঙ্গিকে গৌ'রবা'ন্বিত করা আসলে দেশদ্রো'হি'তারই শা'মিল। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে