শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৬:০৯

হাসপাতালে প্রেম, সুস্থ হয়েই ৫৫ বছরের বৃদ্ধাকে মহা ধুমধামে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ

হাসপাতালে প্রেম, সুস্থ হয়েই ৫৫ বছরের বৃদ্ধাকে মহা ধুমধামে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসার কোনও বয়স হয় না। সে কথা আবারও প্রমাণ করলেন ভারতের মধ্যপ্রদেশের এক ৭০ বছরের এক বৃদ্ধ ও ৫৫ বছরের এক বৃদ্ধা। হাসপাতালে ভর্তি থাকার সময় প্রেম। তারপর পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে। এই দুই বয়স্কের প্রেম নিয়ে এখন মাতো'য়ারা নে'টাগরি'করা।

মধ্যপ্রদেশের অশোকনগর জেলার একটি হাসপাতালে কিছু দিন আগে ভর্তি হয়েছিলেন উমরাও সিং ও গুড্ডিবাই। হাসপাতালের ওয়ার্ডে দু'জনের শয্যা ছিল পাশাপাশি। চিকিৎসার জন্য অনেক দিন ভর্তি থাকতে হয়েছিল দু'জনকেই। এক সঙ্গে কে'টেছিল অনেকটা সময়। সেখান থেকেই গড়ে ওঠে সখ্য। তারা দু'জনেই বুঝতে পারেন, তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছে।  

হাসপাতাল থেকে ছাড়া পেলে গুড্ডিবাইকে নিজের গ্রামে নিয়ে যান উমরাও। সেখানে নিজের ছেলেদের সব কথা বলেন। তারপর তাদের সম্মতিতেই আয়োজন হয় বিয়ের। উমরাওয়ের চার ছেলে ও ১২টি নাতি-নাতনি রয়েছে। তার স্ত্রী তিন বছর আগে মা'রা গিয়েছেন। উমরাওয়ের বাড়ি ভুরাখেদিতে আয়োজন করা হয় বিয়ের। বেশ ধুমধাম করেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। উচ্ছ্বসিত হয়েছেন আমন্ত্রিত গ্রামবাসীরাও। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে