আন্তর্জাতিক ডেস্ক : আটচল্লিশ ঘণ্টার মধ্যেই চু'রি যাওয়া টাকা ও গয়না ফিরিয়ে দিয়ে গেল চোর। পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে যে গৃহস্থের বাড়িতে চুরি হয়েছিল তার বাড়ির সামনে ব্যাগে করে চুরি যাওয়া টাকা সোনা রেখে গেল। এইভাবে চু'রি যাওয়া জিনিস ফিরে পেয়ে তা'জ্জব বাড়ির মালিক।
বৃহস্পতিবার সন্ধ্যায় চু'রির ঘ'টনা ঘ'টে বর্ধমান শহরের আলুডাঙা মাঠ পাড়া এলাকায়। এলাকার বাসিন্দা সেখ হীরা সন্ধ্যায় হটুদেওয়ান এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাত সাড়ে ন'টা নাগাদ ফিরে এসে দেখেন গোটা ঘর ল'ণ্ডভ'ণ্ড। আলমারি খোলা। বাড়িতে ঢু'কে তারা দেখেন আলমারি থেকে এক লক্ষ টাকা, কানের দুল, আংটি সহ বেশ কিছু সোনা গয়না চুরি গেছে। বর্ধমান থানায় খবর দিলে তদ'ন্তে আসে পুলিশ।
শনিবার সকালে ওই বাড়ির পাশেই রাস্তাতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন রুকসানা খাতুন নামে একটি বাচ্চা। সেই ব্যাগ কুড়িয়ে দেখে টাকা ও সোনা রয়েছে। তারপর সেই ব্যাগ নিয়ে সে তার বাড়ি গিয়ে বড়দের দেখায়। গোটা পাড়ায় সে খবর ছড়িয়ে পড়ে। শনিবার ভোরে কাজে বেরিয়ে গিয়েছিলেন শেখ হীরা। ফোনে খবর পান তার বাড়ির কাছ থেকে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে সোনা ও টাকা রয়েছে। তড়িঘড়ি ফিরে আসেন তিনি।
এসে দেখেন একটি লাল রঙের ব্যাগে সোনা দানা ও কিছু পরিমাণ টাকা রয়েছে। বাড়ির মালিক শেখ হীরা বলেন, ''ব্যাগ খুলেই দেখি আমার বাড়ি থেকে চু'রি যাওয়া সোনার গয়নাগুলি রয়েছে। কিছু টাকাও রয়েছে। সঙ্গে সঙ্গে থানায় বিষয়টি জানিয়েছি। পুরো টাকা ফেরত না পেলেও অনেকটা পেয়েছি।''
তার স্ত্রী আনোয়ারার দাবি, ''পুলিশ তদ'ন্ত শুরু করতেই দু'ষ্কৃ'তীরা ভ'য়ে জিনিসপত্র ফেলে দিয়ে গেছে। তবে খোয়া যাওয়া টাকা ও সোনা পেয়ে ভালো লাগছে।'' বর্ধমান থানার পুলিশ জানায়, এই চু'রির ঘ'টনায় তিনজনকে আ'টক করা হয়। তারপরেই শনিবার এই ঘ'টনা ঘ'টে। মনে করা হচ্ছে, চো'র ভ'য়েই খোয়া যাওয়া জিনিস ফিরিয়ে দিয়ে গেছে। সূত্র : দ্য ওয়াল