আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে ২৮৮ কিলোমিটার বে'গে ধে'য়ে আসছে সুপার টাইফুন হাইশেন। এর ফলে গত কয়েকদিন ধ'রে গণপরিবহন ব'ন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পানির অতি'রিক্ত চা'প এড়াতে বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
জাপান টুডে বলছে, জাপানের আবহাওয়া অফিস আশ'ঙ্কা করছে, এ ঘূর্ণিঝড় সর্বোচ্চ শক্তি নিয়ে আ'ঘা'ত হানবে। এর ফলে বাতাসের মধ্যে চা'প বাড়বে ৯১৫ হেক্টোপাকাস। এর ফলে উপকূলীয় অঞ্চল প্লা'বিত হবে। পানি বি'প'দসীমা অতি'ক্রম করবে। আজ রোববার দেশটির দক্ষিণঅঞ্চলীয় ওকাইনাওয়া অধিবাসীদের ঘরবাড়ি মা'রা'ত্মক ক্ষ'তির সম্মু'খিন হতে পারে। এ ঝড়টি আমামি-ওসাইমা দ্বীপ এবং কুওয়াসুর মূল ভূ'খ'ন্তে রোববার ও সোমাবারের দিকে মা'রা'ত্মক আ'ঘা'ত হা'নতে পারে।
ওকিনাওয়ায় রোববার ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভবানা রয়েছে। আমামিতে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বি'প'দসীমার অতি'ক্রম করে সমুদ্রের ঢেউ উপকূলে আ'ঘা'ত হা'নবে। স্থানীয় প্রশা'সন দুর্যো'গ মো'কাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব অঞ্চলের মানুষদের দ্রুত নিরা'পদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়দের সর্বোচ্চ সত'র্কতার জন্য জরুরী প্রয়োজনীয় বিষয়গুলোকে সংর'ক্ষণ করতে বলেছে কর্তৃপক্ষ। কুওয়াসু রেলওয়ে ক'রপো'রে'শন বলছে, লোকাল ট্রেন সার্ভিস সোমবার বা'তিল করা হয়েছে।