রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৩:৩১

গ্রিস-তুরস্ক যু'দ্ধ এখন সময়েরর ব্যাপার মাত্র!

গ্রিস-তুরস্ক যু'দ্ধ এখন সময়েরর ব্যাপার মাত্র!

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের সঙ্গে যু'দ্ধ সময়ের ব্যাপার মাত্র বলে ঘোষণা দিয়েছেন তুর্কি ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রধান দেভলেট বাহচেলি। এক বিবৃতিতে বাহচেলি বলেন, ভূমধ্যসাগর এবং এজিয়ান সাগরে আমাদের ঐতিহাসিক দাবি থেকে পিছু হ'টা অসম্ভব। মনে হচ্ছে গ্রিসের খি'ধে আবারো বাড়ছে। ভূমধ্যসাগর এবং এজিয়ান সাগরে যু'দ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, ''গ্রিসের পরিক'ল্পনা হলো আবারো আমাদের ভূমি দ'খল করা। যেখান থেকে ৯৮ বছর আগে আমরা তাদের ছুঁ'ড়ে ফেলে দিয়েছিলাম। নতুন দ'খ'লদারিত্বের পরিক'ল্পনা মো'কাবিলা করছি আমরা।'' তুরস্কের ক্ষ'মতাসীন দলের জোটসঙ্গী দেভলেট বাহচেলি বলেন, যু'দ্ধ, সং'ঘা'ত, র'ক্তপা'ত বাড়বে কি কমবে, তা গ্রিসের আচ'রণের উপর নির্ভর করছে।

তুরস্ক এবং গ্রিসের মধ্যে ভূমধ্যসাগরের সীমানা এবং সেখান থেকে হাইড্রোকার্বন সংস্থান নিয়ে উত্তে'জনা বি'রাজ করছে। বৃহস্পতিবার ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ ঘোষণা দেন, তুরস্কের সঙ্গে উত্তে'জনা নির'সনে আলোচনায় প্রস্তুত গ্রিস। তবে এ ঘোষণা প্রত্যা'খ্যান করেছে গ্রিস। সূত্র : নিউজ খালেজি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে