আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বের কথা কারো অজানা নয়! পাকিস্তানের সব ঋতুর বন্ধু বেইজিং। আ'পদে বি'পদে সব সময় ইসলামাদের পাশে থাকে জিংপিং সরকার। আর সেখানে কিনা বন্ধু চীনের সঙ্গেই বিশ্বাসঘা'তকতা! হ্যাঁ, বন্ধুর শ'ত্রুর সঙ্গে গো'পনে সম্পর্ক মজ'বুত করছে পাকিস্তান। সম্প্রতি এমনই চা'ঞ্চ'ল্যকর এই ত'থ্য সামনে এসেছে। যা নিয়ে প্র'বল চা'পের মুখে পাকিস্তান সরকার।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইমরান সরকারের তরফে কিছু বলা হয়নি। এমনকি চীনের তরফেও স্পিকটি নট! প্রকাশিত এক সংবাদ অনুযায়ী, গো'পনে তাইওয়ানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জো'রদা'র করছে পাকিস্তান। তাইওয়ানকে নিজেদের অবি'চ্ছে'দ্য অংশ দাবি করে বেইজিং। যদিও তা সম্পূর্ণ অস্বী'কার করে তাইওয়ান। আর তা নিয়েই সং'ঘা'ত। পরি'স্থিতি এখন অনেকটাই উ'ত্ত'প্ত। আর এই অবস্থায় সেই চীনের শ'ত্রুর সঙ্গেই কিনা গো'পনে ব্যবসা করছে ইসলামাবাদ।
তবে তাইওয়ানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্কোন্নয়নের নীতিকে চা'তুরী হিসেবে দেখছেন কূ'টনীতিকরা। প্রকাশিত খবর মোতাবেক, মিসরে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক আধিকারিক সিদরা হক তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক মাইকেল ইও'র সঙ্গে বৈঠক করেছেন। কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কোন্নয়ন নিয়ে তারা আলোচনা করেন। বৈঠক সম্পর্কে মাইকেল ইও'র সঙ্গে নিজের ছবি দিয়ে সিদরা হক টুইট করেন।
তবে বেইজিংয়ের রো'ষের মুখে পড়তে পারে! আর সেই আশ'ঙ্কাতেই কিছুক্ষণের মধ্যে তিনি টুইটটি মু'ছে ফেলেন। টুইটে তিনি লিখেছিলেন, ''তাইওয়ান ট্রেড সেন্টারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক আধিকারিক মাইকেল ইও'র সঙ্গে বৈঠক করেছি। পাকিস্তান ও তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। পণ্যের চাহিদা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের বাণিজ্যের অন্য শাখাগুলোর মধ্যে সুসম্পর্ক গড়ার বিষয়ে আলোচনা হয়েছে।''