রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৬:০৪

গুজরাত দা'ঙ্গার মামলা থেকে বাদ গেল নরেন্দ্র মোদির নাম

গুজরাত দা'ঙ্গার মামলা থেকে বাদ গেল নরেন্দ্র মোদির নাম

আন্তর্জাতিক ডেস্ক : ২০০২ সালে গুজরাত দা'ঙ্গার ঘ'টনায় ক্ষ'তিপূরণ চেয়ে একটি মামলা হয় নরেন্দ্র মোদির বি'রু'দ্ধে। ১৮ বছর বাদে অবশেষে সেই তালিকা থেকে বাদ গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। শনিবার আদালতে মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। কোনও প্রমাণ ছাড়াই ওই মামলা হয় বলে দাবি আদালতের। এক ব্রিটিশ পরিবার ২৩ কোটি টাকা ক্ষ'তিপূরণ চেয়েছিলেন। 

তাদের পরিবারের তিনজনের মৃত্যু হয় গুজরাত দা'ঙ্গায়। ক্ষ'তিপূরণ চাওয়া হয় তার ভিত্তিতেই। সেইসময় গুজরাতে মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। তাই এই মামলায় তার কাছে টাকা চাওয়া হয়। এদিন আদালতের সিভিল জাজ এসকে গাধভী বলেন, মোদির বি'রু'দ্ধে অ'ভিযো'গ আনতে গেলে তার জন্য যথেষ্ট প্রমাণ দরকার যথেষ্ট প্রমাণ। মোদির নাম সরিয়ে দেওয়ার জন্য ওই মামলাকারীদের দাবিতে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি।

কোনও ভিত্তি ছাড়াই এই মামলায় মোদির নাম ছিল বলে উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ নাগরিক ইমরান ও শিরিন দাউদ ২০০৪ সালে একটি স্যুট ফাইল করেন। সেখানে মোদিসহ ১৩ জনের নাম ছিল। এর আগে গোধরা পরবর্তী গুজরাত দা'ঙ্গায় মোদিকে ক্লিনচিট দেয় নানাবতী কমিশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে