রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮:৫০

মুসলিম নারীদের জো'রপূর্ব'ক ব'ন্ধ্যা ও নি'র্ম'ম নি'র্যা'তনের ভ'য়ঙ্ক'র চি'ত্র তু'লে ধ'রলেন এক উইঘুর নারী

মুসলিম নারীদের জো'রপূর্ব'ক ব'ন্ধ্যা ও নি'র্ম'ম নি'র্যা'তনের ভ'য়ঙ্ক'র চি'ত্র তু'লে ধ'রলেন এক উইঘুর নারী

আন্তর্জাতিক ডেস্ক: ‘উইঘুর’ চীনের সংখ্যাল'ঘু মুসলিম স'ম্প্র'দা'য়। বহু দিন ধ'রেই নিজ দেশের সরকার ক'র্তৃ'ক নি'র্যা'তিত তারা। বিভিন্ন সময়ে গণমাধ্যমে নি'র্যা'ত'নের সংবাদ প্র'কাশ হলেও এবার উঠে এল নি'র্ম'ম নি'র্যা'ত'নের ভ'য়ঙ্ক'র চি'ত্র।

চীন সরকারের হাতে জো'রপূ'র্ব'ক ব'ন্ধ্যা'র শি'কার ও শিনজিয়াংয়ে ব'ন্দি'শি'বিরে মুসলিমদের ওপর নি'র্যা'ত'নের কথা ব'র্ণ'না করেছেন এক উইঘুর নারী। তার নাম কেলবিনুর সিদিক, যাকে শিনজিয়াংয়ে ব'ন্দি'শি'বিরে আ'ট'কদের ক্লাস নিতে বা'ধ্য করা হত। তিনি ৫০ বছর বয়সে চীনা সরকারের হাতে জো'রপূ'র্বক ব'ন্ধ্যা হতে বা'ধ্য হন।

কেলবিনুর সিদিক জানান, শুধু সন্তানস'ম্ভা'বা নারীদের জো'র করে ব'ন্ধ্যা করা হয় না, যাদের সন্তান জন্মদানের বয়স পে'রি'য়ে গেছে তাদেরও ব'ন্ধ্যা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষকের কাছ থেকে তিনি যে বা'র্তা পেয়েছেন সে সম্পর্কে বলেন, ১৯ থেকে ৫৯ বছর বয়সী নারীদের জ'রা'য়ু'তে আই'ইউ'ডি (অস্থা'য়ী দী'র্ঘমে'য়াদি গ'র্ভনি'রো'ধ'ক উপ'কর'ণ) স্থা'পন করা হয় বা জো'রপূর্ব'ক ব'ন্ধ্যা করতে বা'ধ্য করা হয়।

সিদিক জানান, ২০১৭ সালে যখন তার বয়স ৪৭ তার একমাত্র মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তো তখন স্থানীয় কর্তৃপক্ষ তাকে আই'ইউ'ডি নিতে বা'ধ্য করে। এরপর ৫০ বছর বয়সে তাকে ব'ন্ধ্যা করতে বা'ধ্য করা হয়। এছাড়া এই উইঘুর নারী জানান, ব'ন্দিশি'বিরে এবং পু'রো অ'ঞ্চ'লে যা ঘ'টছে তা সত্যি ভ'য়ান'ক। তিনি বলেন, আমি চু'প থাকতে পারি না।

তিনি আরও বলেন, আমি অ'বা'ক হই কেন পশ্চিমা দেশগুলো এখনও ওইসব শি'বি'রের মধ্যে কী ঘ'টছে তা বিশ্বাস করতে পারে না, কেন তারা নি'শ্চু'প। কেলবিনুর সিদিক দু’টি ক্যা'ম্পে শিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি জানান, সেখানে অ'স্বা'স্থ্যকর পরিবেশ, প'র্যা'প্ত খাবার নেই, শৌ'চা'গা'র ও পানির অভাব। তিনি ব'ন্দি'শি'বিরে আ'ট'কদের নি'র্যা'ত'নের চিৎ'কারও শুনেছেন বলে জানান। সূত্র: দ্য গার্ডিয়ান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে