আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নীতি ‘সবার সঙ্গে সবার উন্নতি’, করোনা মহামা'রীর কারণে তৈরি হওয়া নানা চ্যা'লেঞ্জ স'ত্ত্বেও ভারতের ‘প্রতিবেশীই প্রথম’ নীতির কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইন্ডিয়ান কাউন্সিলর অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে (আইসিডাব্লিউএ) দেয়া বক্তব্যে তিনি একথা জানান।