সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৮:২৮

করোনা ভ্যাকসিন নিয়ে অস্ব'স্তিতে রাশিয়া!

করোনা ভ্যাকসিন নিয়ে অস্ব'স্তিতে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বে করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন Sputnik V আবিষ্কার করে চ'মকে দিয়েছিল রাশিয়া। এমন কি, খোদ নিজের মেয়ের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তা'ড়াহু'ড়োর করে তৈরি এই ভ্যাকসিন কতটা কার্যকর এবং নিরা'পদ, তা নিয়ে গোটা বিশ্বে প্রশ্ন উঠলেও নিজেদের দাবিতে অন'ড় ছিল রাশিয়া।

তবে এবার নিজেদের তৈরি সেই ভ্যাকসিন নিয়েই অস্ব'স্তির মধ্যে পড়তে হলো পুতিন সরকারকে। তৃতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ট্রায়াল শেষ হওয়ার আগেই রাশিয়ার সরকার ঘোষণা করেছিল, চিকিৎসক, শিক্ষকসহ যারা সামনে থেকে করোনার মো'কাবিলা করছেন, তাদেরকেই প্রথম ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু এবার রাশিয়ার সেই করোনা যো'দ্ধাদের একাংশই নিজেদের দেশের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। এই করোনা যো'দ্ধারা সাফ জানিয়ে দিয়েছেন, ট্রায়াল পর্ব পুরোপুরি শেষ হওয়ার আগে ভ্যাকসিন নেবেন না তারা। 

দীর্ঘ প্রায় ছ'মাস বন্ধ থাকার পর গত ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ার স্কুলগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু শিক্ষকদের প্রতিদিন কয়েকশো পড়ুয়ার সংস্পর্শে আস্তে হবে, তাই প্রথম ভ্যাকসিন দেওয়ার জন্য শিক্ষকদেরই বাছা হয়। যদিও এই প্রস্তাব পাওয়ার পর হাতেগোনা কয়েকজন শিক্ষকই ভ্যাকসিন নিতে রাজি হয়েছেন বলে খবর। কারণ ভ্যাকসিন কতটা কার্যকর এবং নিরা'পদ, তা নিয়ে সং'শয় রয়েছে শিক্ষকদের। 

এমন কি, ভ্যাকসিন না নেওয়ার জন্য রাশিয়ার শিক্ষকদের সংগঠন অনলাইনে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও ভ্যাকসিন নেয়ার জন্য কোনো শিক্ষককে জো'র করে হয়নি বলেই খবর। তবে ভ্যাকসিন নেওয়ার প্রস্তাব প্র'ত্যাখ্যা'ন করলে শিক্ষকদের উপর শা'স্তির খাঁ'ড়া নেমে আসারও আশ'ঙ্কা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে