সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪২:৫২

হাইপারসনিক মিসা'ইল পরীক্ষা সফল, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখালো ভারত

হাইপারসনিক মিসা'ইল পরীক্ষা সফল, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : হা'ইপার'সনিক মিসা'ইল টেস্ট করে বিশ্বের শ'ক্তিধ'র দেশগুলোর পাশেই নাম লেখাল ভারত। একদিকে যখন চীনের সঙ্গে সং'ঘা'ত চলছে, তার মধ্যেই হা'ইপার'সনিক মিসা'ইল টেস্ট করলো ভারত। এ পি জে আব্দুল কালাম টেস্টিং রে'ঞ্জ থেকে সেই টেস্টিং হয়েছে। যাতে শব্দের থকে ৬ গুণ বেশি গতিতে ছু'টেছে মিসা'ইল।

সোমবার সকাল ১১টা ৩মিনিটে সেই পরীক্ষা করা হয়। অগ্নি মিসা'ইল বুস্টার দিয়ে ওই মিসাইল টেস্ট করা হয়। পাঁচ মিনিটেই সেই পরীক্ষা সম্পূর্ণ হয়। ডিআরডিও তৈরি করেছে হা'ইপা'রসনিক টেস্ট ডেমো'নস্ট্রে'টর ভেইকল। সেটিই এদিন পরীক্ষা করা হয়। সূত্রের দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে স্ক্র্যা'মজে'ট ই'ঞ্জিনসহ হা'ইপা'রস'নিক মিসা'ইল তৈরি করতে পারবে ডিআরডিও। 

যা এক সেকেন্ডে ২ কিলোমিটার পর্যন্ত অতি'ক্রম করবে। এদিন ডিআরডিও প্রধান সতীশ রেড্ডির নেতৃত্বে এই মিসা'ইল টেস্ট হয়। সব প্যা'রামি'টারই ছিল সঠিক। ১১টা ৩মিনিটে অগ্নি বু'স্টা'র হা'ইপা'রস'নিক ভেই'কল'টিকে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। পরে দুটি আলাদা হয়ে যায়। এই পরীক্ষার পর প্রশংসা করেন ভারতীয় প্রতির'ক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এর আগে এই হা'ইপা'রস'নিক মিসা'ইলের অধিকারী ছিল কেবল রাশিয়া, চীন ও আমেরিকা। সেই তালিকাতেই এবার চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত। কিছু দিন আগে কোভিড পরি'স্থিতির মধ্যেই নৌ-বাহিনীতে অত্যা'ধুনিক অ'স্ত্র মোতায়েন করার কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেসব অ'স্ত্রের চূড়া'ন্ত পর্যায়ের টেস্টিং চলছে বলে জানান তিনি। 

নৌ-বাহিনীতে যুক্ত করা হচ্ছে হা'ইপা'রস'নিক নি'উক্লি'য়ার স্ট্রা'ইক ওয়েপন ও আন্ডারওয়াটার ড্রোন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, এই বাহি'নীকে পানির নিচে পরমাণু অ'স্ত্র বহনে স'ক্ষ'ম ড্রো'ন দেওয়া হবে। প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের অধীনে এগুলো চূড়া'ন্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে