মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৬:৪৪

১৫০ সুন্দরী মডেলসহ গোটা দ্বীপ ভাড়া করে সৌদি যুবরাজের উদযাপন

১৫০ সুন্দরী মডেলসহ গোটা দ্বীপ ভাড়া করে সৌদি যুবরাজের উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিলাশি জীবনযাপনের চিত্র উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার দুই সাংবাদিকের নতুন বইয়ে। বি'স্ফো'রক সব দাবি করা হয়েছে প্রকা'শিতব্য বইটিতে। দাবি করা হয়েছে, মালদ্বীপের পুরো একটি দ্বীপ ভাড়া করে ১৫০ মডেল নিয়ে উদযাপনে মেতেছিলেন সৌদি প্রিন্স। বইয়ের গুরুত্বপূর্ণ অংশবিশেষ ইতিমধ্যে প্রকা'শিত হয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল পত্রিকায়। 

'ব্লাড অ্যান্ড ওয়েল: মোহাম্মদ বিন সালমান'স রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার' শীর্ষক বইটিতে বলা হয়, ব্রাজিল, রাশিয়া ও বিশ্বের অন্যান্য দেশ থেকে ওই ১৫০ জন সুন্দরী মডেলকে ভাড়া করা হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল সোজা মালদ্বীপে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে নেয়া হয়েছিল কয়েক ডজন পুরুষকেও। জাহাজে করে তারা যখন ওই বিশেষ দ্বীপে নামে, তখন তাদের যৌ'নবাহী রোগ আছে কিনা, সেই পরীক্ষাও করা হয়েছিল।

মালদ্বীপের ভিলা নামে একটি ব্যক্তিগত দ্বীপে ১ মাস ধ'রে চলার কথা ছিল এই বিশাল উদ্যা'ম পার্টির। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে বিলাশবহুল ও ব্যায়বহুল গন্তব্যস্থল হিসেবে নাম এসেছিল ভিলা নামে ওই দ্বীপের। দ্বিপটিতে ১ মাস থাকার কথা থাকলেও, স্থানীয় একটি পত্রিকা ওই পার্টির বিষয়ে জানতে পারে। এরপরই মডেল সহ লা'পা'ত্তা হয়ে যান সৌদি যুবরাজ। বইয়ে দাবি করা হয়, পুরো দ্বিপে ৩০০ কর্মী, ৪৮টি প্রাইভেট প্রাসাদ রয়েছে। প্রাসাদের প্রত্যেকটিতে রয়েছে নিজস্ব বাটলার। পার্টি চলাকালে ফোন নিয়ে ঢুকতে পারেননি কেউ। শুধু কথা বলার জন্য ছিল পুরোনো নোকিয়া ফোন।

বইয়ে লেখা হয়, ''ওই মডেলদের যৌ'নবাহিত রোগ আছে কিনা সেই পরীক্ষা হওয়ার পর, তারা ভিলায় প্রবশের পরই ছোট বিমানে করে দ্বীপে অবতরণ করেন মোহাম্মদ বিন সালমান ও তার বন্ধুরা।' শুধু মডেলই নয়, বিখ্যাত ডিজে আফ্রোজ্যাক ও পিটবুলও ছিলেন ওই অনুষ্ঠানে। ডিজে আফ্রোজ্যাকের পারফরম্যান্স চলাকালে মোহাম্মদ বিন সালমান মঞ্চে উঠেও নাচানাচি করেছিলেন। সূর্যাস্তের আগ পর্যন্ত রাতভর পার্টি চলেছে। দিনে ঘুমাতে যেত অতিথিরা।

বইয়ে আরও দাবি করা হয়, প্রায় ৫০ কোটি ডলার খরচ করে দ্য সিরিন নামে একটি বিলাশবহুল ইয়ট ক্রয় করেন। এই সুপার ইয়টে রয়েছে দুইটি হেলিপ্যাড, একটি সাবমেরিন ডক, সমুদ্রতল দেখার কক্ষ, মুভি থিয়েটার। এই বিশাল ইয়টও রাতের বেলায় পরিণত হতো পার্টির আসর হিসেবে। এছাড়া ফ্রান্সের ভার্সাইয়ের কাছে ২২৫ মিলিয়ন ডলার ব্যায়ে একটি ফরাসি শ্যাতুও কিনেন তিনি।

বইয়ে মোহাম্মদ বিন সালমানের লোকদের উদ্ধৃত করে বলা হয়, ''স'মালো'চকদের কথা ভু'লে যান। তিনি ইতিমধ্যেই নিজের ভিশন প্রমাণ করেছেন। আর তিনি এখনও বাদশাহই হননি। তার লিগ্যাসি হয়তো, ১০-২০ বা ৩০ বছর পর বোঝা যাবে।'' খবরে বলা হয়, এই বিলা'শিতায় ম'গ্ন এমন এক যুবরাজ যার দেশে কিনা ক'ঠো'র ইসলামি আইন কার্যকর রয়েছে। যেখানে কিনা যৌ'নতার কারণে পাথর নিক্ষে'প, ফাঁ'সি বা শি'রশ্ছে'দ করার ঘ'টনাও ঘ'টেছে। সূত্র : ওয়ালস্ট্রিট জার্নাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে