মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১:৫১

ইকামা ও ভিসার মেয়াদ নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

ইকামা ও ভিসার মেয়াদ নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবে পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, যে সকল কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে নিজ দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট ২০২০ থেকে ৩১ আগস্ট ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

আমেল মানজিলি, সায়েক খাস জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদেরও আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।
মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

সকল ধরণের কর্মী এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও এ সুবিধা বহাল থাকবে। ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় যারা সৌদি আরব ত্যাগ করতে পারেননি তারাও এ সুযোগ পাবেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে