আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সামরিক ম'হড়া চলাকারীন বিভিন্ন দেশের উ'স্কানিকে এবার তুরস্ককে হুম'কি দিলো গ্রিস। প্রিসের সঙ্গে এসে দাঁড়িয়েছে মুসলিম দেশ আরব আমিরাত। অন্য দিকে ফ্রান্সও উস্কা'নি দিয়ে যাচ্ছে।
এদিকে তুরস্ক ও গ্রিসের মধ্যে উ'ত্তেজনা বে'ড়েই চলছে। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গ্রিস আলোচনায় বসতে রাজি না হলে বে'দনাদায়ক অভি'জ্ঞতার মুখোমুখি হবে বলে হু'মকি দিয়েছিলেন।
এমন উত্ত'প্ত প'রিস্থি'তিতে সোমবার গ্রিসও পাল্টা হুম'কি দিয়েছে। তারা জানিয়েছে তুরস্কের বিপ'ক্ষে ল'ড়তে প্র'স্তুত তারা এবং সে লক্ষ্যে সামরিক সর'ঞ্জাম বৃ'দ্ধি করতে তাদের বন্ধুপ্রতীম দেশগুলোর কাছ থেকে সহায়তাও নিচ্ছে।
এ ব্যাপারে সোমবার গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিয়স পেতসাস বলেছেন, তুরস্কের নেতারা প্রতিনিয়ত তাদের সী'মা ছা'ড়িয়ে যাচ্ছেন। তারা যু'দ্ধের হু'মকি দিয়ে গ্রিসকে ক্ষে'পিয়ে তু'লছেন। আমরা তুরস্ককে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে জবাব দিতে প্রস্তু'ত। আমাদের সার্বভৌমত্ব রক্ষায় তাদের বিপ'ক্ষে যা করা লাগে সেটা করতে দৃঢ় প্রতি'জ্ঞ। আমাদের সামরিক বাহিনীর সাঁ'জসরঞ্জাম বৃ'দ্ধি করতে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। সূত্র: আল জাজিরা