মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪১:৪২

প্রথম করোনার টিকা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করলো রাশিয়া

প্রথম করোনার টিকা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : জনসাধারণের ওপর প্রয়োগের জন্য স্পুটনিক ভি টিকার অনুমতি দিয়েছে রাশিয়া সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এ'পিডে'মিওল'জি ও মা'ইক্রোবায়ো'লজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের যৌথ উদ্যোগে স্পুটনিক ভি টিকা তৈরি করা হয়েছে।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মহামা'রি করোনা ভাইরাস সং'ক্র'মণ রোধে নির্মিত 'গ্যাম-কোভিড-ভ্যাক' স্পুটনিক ভি সব ধ'রনের পরীক্ষা-নিরীক্ষা সাফল্যের সঙ্গে পার করেছে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যেই বেশিরভাগ শহরবাসীর করোনা টিকা গ্রহণ প্র'ক্রি'য়া সম্পন্ন হয়ে যাবে।

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, খুব শিগগিরই দেশের বিভিন্ন প্রান্তে এই টিকার প্রথম ব্যাচ পৌঁছে যাবে। গত ১১ আগস্ট বিশ্বের প্রথম কোভিড-১৯ টিকা নথিভুক্ত করে রাশিয়া। চলতি মাসেই ভারতে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে। শুধু ভারতই নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন এবং ব্রাজিলে 'স্পুটনিক ভি'-এর ক্লিনি'কাল ট্রা'য়াল হবে। চলতি বছর অক্টোবর বা নভেম্বরেই জানা যাবে এই ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে