মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫২:০১

আবারো ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে র'ড, ব'র্শা ও লা'ঠি নিয়ে চীনা সেনারা

আবারো ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে র'ড, ব'র্শা ও লা'ঠি নিয়ে চীনা সেনারা

আন্তর্জাতিক ডেস্ক :  লাদাখের প্যাংগং হৃদের দক্ষিণ তীরে মুখপারি এলাকার রাজাংলায় সোমবার ভারতীয় সেনাদের অবস্থা'ন লক্ষ্য করে হাতে র'ড, ব'র্শা ও লা'ঠি নিয়ে এগুনোর চেষ্টা করেছিল চীনা সেনারা।

মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, গালওয়ানে ১৫ জুন চীনা বাহিনী যে ঘ'ট'না ঘ'টিয়েছে, ঠি'ক তেমন প্র'স্তুতি নিয়েছে তারা। ছবিতে দেখা যাচ্ছে, প্রত্যেক সেনার হাতে লোহার রড ও সঙ্গে অটোমেটিক মেশিনগান। বলা হচ্ছে, প্রথমবারের মতো চীনের এমন ছবি প্রমাণ হিসেবে পাওয়া গেছে।

ভারতের দাবি, সোমবার সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মির ৫০ থেকে ৬০ জন সদস্য লাদাখের ব্যাংহং হুনানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতের দ'খলে থাকা একটি পাহাড়ের চূ'ড়া দ'খলের চেষ্টা করে। এ সময় ফাঁ'কা গু'লি চা'লায় চীনের বাহিনী। এর জবাবে সত'র্কতামূলক গু'লি চা'লায় ভারতীয় সেনাবাহিনীও। সময়মতো দু’পক্ষেরই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হ'স্তক্ষে'পে প'রিস্থি'তি নিয়ন্ত্রণে আসে। চীন অবশ্য দা'বি করেছে, ভারতীয় সেনারা একত'রফাভাবে এলএসি অতি'ক্রম করে ও গু'লি ছোড়ে।

চীনা বাহিনী কয়েকবার উ'ত্তেজি'ত করে তোলে। পাশাপাশি ১৪ হাজার ফুট পাহাড়ের চূ'ড়া দখ'লের চেষ্টা করে। ভারতীয় সূত্র জানিয়েছে, হা'মলার সময় চীনা সেনাদের হাতে র'ড, ব'র্শা, লা'ঠি ও ধা'রালো অ'স্ত্র ছিল। এ ব্যাপারে চীনের কোনো ম'ন্তব্য পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে