বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৯:৪৩

যু'দ্ধ বিমানের পাশাপাশি লাদাখে ফে'র বিপুল সেনা মোতায়েন শুরু করল চীন

যু'দ্ধ বিমানের পাশাপাশি লাদাখে ফে'র বিপুল সেনা মোতায়েন শুরু করল চীন

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে উ'ত্তেজ'না কমানোর ভারত যখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁ'জছে, তখন উ'ল্টো পথে হাঁ'টছে চীন। নতুন করে পূর্ব লাদাখে বিপুল সংখ্যক সেনা মো'তায়েন করেছে চীন। এতে মনে করা হচ্ছে অনেক বড় পরি'কল্পনা নিয়ে এগোচ্ছে চীন। খবর জি নিউজের।

পূর্ব লাদাখে একাধিক জায়গায় দুদেশের মধ্যে সীমা'ন্ত উ'ত্তেজনা বে'ড়ে চলেছে। এর মধ্যেই লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবার বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেতে শুরু করেছে চীন।
ইতিমধ্যেই হোটান বিমানবাহিনীর ঘাঁ'টিতে জে-২০ ফাইটার জেটসহ একাধিক যু'দ্ধ বিমান জড়ো করেছে পিএলএ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে চীনের এই বিমানবাহিনীর ঘাঁ'টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে