শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩:৫১

করোনা: গবেষকরা দিলেন দুই সুখবর

করোনা: গবেষকরা দিলেন দুই সুখবর

আন্তর্জাতিক ডেস্ক: মহামা'রি করোনা ভাইরাসে দীর্ঘদিন ধ'রে গো'টা বিশ্ব স্থ'বির হয়ে আছে। কোটি কোটি মানুষ এতে আ'ক্রা'ন্ত হয়েছেন এবং প্রা'ণও দিয়েছেন কয়েক লাখ। দিন দিন এ ভাইরাস আরও ছ'ড়িয়ে পড়ছে।বিশ্বব্যা'পী ছ'ড়িয়ে পড়া এ ভাইরাস থেকে প'রিত্রা'ণ পাবার একটাই উপায়, আর তা হলো ভ্যাক'সিন।

ভ্যাকি'সন আবিষ্কারের জন্যে দুনিয়ার তা'বৎ বিজ্ঞানীরা অ'ক্লা'ন্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরই মধ্যে সবাইকে পে'ছনে ফে'লে রাশিয়া করোনার ভ্যাকসিন বাজার ছে'ড়েছে। তবে এ ভ্যাকসিন নিয়ে রয়েছে নানান অ'নি'য়মের গু'ঞ্জ'ন।

এ দিকে বিশ্ব স্বা'স্থ্য সং'স্থা বিভিন্ন প'র্যা'য়ে থাকা ৩৪টি ভ্যাকসিনের ওপর ন'জ'র রে'খেছে। এগুলো কতটা ভালো কাজ করবে, তা অবশ্য অন্য বিষয়। ৯ সেপ্টেম্বর ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যা'স্ট্রা'জে'নে'কা তাদের ভ্যাকসিন নিয়ে একজন স্বে'চ্ছাসে'বী অ'সু'স্থ হয়ে পড়ার পর সাম'য়িক পরীক্ষা ব'ন্ধ করার ঘো'ষণা দিয়েছে। এর মধ্যেই মানবদে'হে সৃ'ষ্ট অ্যা'ন্টিব'ডি দীর্ঘ সময় অবস্থানের সুখবর দিচ্ছেন গবেষকেরা।

অ্যা'স্ট্রা'জে'নেকার ভ্যাকসিনের ক্ষেত্রে যা ঘ'টেছে, ভ্যাকসিন তৈরির প্র'ক্রি'য়ায় এ ধ'রনের ব'ন্ধ রাখার ঘ'টনা ঘ'টে থাকে। এটি এমন একটি ক্ষেত্র, যেখানে সব সময় ফল পাওয়ার আশা করা যায় না। অনেক গবে'ষণা সত্ত্বেও, ডে'ঙ্গুজ্ব'রের জন্য কেবল একটি অ'স'ম্পূ'র্ণ ভ্যাকসিন পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে ১৯৮৭ সালে প্রথম এইচআইভি টি'কার পরীক্ষা শুরু হয়। তিন দশক পে'রিয়ে গেলেও প্রাপ্তির খাতা শূন্য।

ব্রিটিশ সাম'য়িকী ‘ইকোনমিস্ট’-এর প্রতিবে'দনে জানানো হয়, নতুন দুটি গবেষণাপত্রে কোভিড-১৯-এর উ'ত্সা'হজ'নক খবর মি'লেছে। এর প্রথমটি আইসল্যান্ডের জৈ'ব প্র'যু'ক্তি সং'স্থা ডি'কো'ড জে'নে'টি'ক্সের বিজ্ঞানীদের একটি দল লিখেছে এবং তা ‘নিউ ইংল্যান্ড জা'র্না'ল অব মেডি'সিন’-এ প্র'কাশ করা হয়। 

এতে গবেষকেরা সা'র্স-কো'ভ-২ সং'ক্র'মণের পর সে'রে ওঠা ১ হাজার ২০০ আইসল্যান্ডের নাগরিকের অ্যা'ন্টিব'ডির স্ত'রের উল্লেখ করেছেন। এতে ৯০ শতাংশ নাগরিক দুবার অ্যা'ন্টিব'ডি পরীক্ষায় ইতি'বাচক ফ'ল দেখিয়েছেন। 

প্রথমবার সং'ক্র'মণ থেকে সে'রে ও'ঠার পর তাদের শরীরে অ্যা'ন্টিব'ডি পাওয়া যায়। দ্বিতীয়বার চার মাস পরের পরীক্ষায়ও তাদের অ্যা'ন্টিব'ডি পাওয়া যায়। যাদের সং'ক্র'মণের তী'ব্র'তা বেশি ছিল এবং যাদের হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে, তাদের শরীরে অ্যা'ন্টিব'ডির মা'ত্রা বেশি ছিল। পুরুষ ও বয়স্ক ব্যক্তি, যারা গু'রু'তর অ'সু'স্থতার ঝুঁ'কিতে ছিলেন, তাদের ক্ষেত্রে এ ফল পাওয়া যায়।

‘ইকোনমিস্ট’ লিখেছে, অ্যা'ন্টিব'ডির চার মাস স্থায়ী হওয়ার খবরটি দুই কারণে আনন্দের। অ্যা'ন্টিব'ডি যত দিন পর্যন্ত শরীরে টি'কবে, তত দিন সং'ক্র'মণ থেকে সু'র'ক্ষি'ত থাকা সম্ভব। অর্থাৎ, এমন এক ভ্যাকসিনের প্রয়োজন হবে, যা অ্যা'ন্টিব'ডির উ'ত্পা'দনকে প্র'রো'চিত করতে পারে এবং দীর্ঘস্থা'য়ী সু'র'ক্ষা দিতে পারে। এগুলো খুঁ'জে বে'র করাও সহজ। এটি আ'ভা'স দেয়, ব্যা'প'ক হা'রে অ্যা'ন্টিব'ডি শ'না'ক্তক'রণ ফলাফল মোটামুটি নি'র্ভু'ল হওয়া উচিত।

দ্বিতীয় আরেকটি গবেষণার নে'তৃ'ত্ব দিয়েছেন যুক্তরাজ্যের মেডিকেল রি'সা'র্চ কা'উন্সি'লের (এমআরসি) ই'মি'উনো'লজি'স্ট তাও দং। তিনি টি-সে'ল শ'না'ক্তক'রণে কাজ করেছেন। 'টি-সে'ল শ'না'ক্তক'রণের প্র'ক্রি'য়া অবশ্য অ্যা'ন্টিব'ডির মতো এত আলো'চিত নয়। তবে সং'ক্র'মণের বি'রু'দ্ধে ল'ড়া'ই এবং দীর্ঘমে'য়াদি সু'র'ক্ষায় সমান গু'রু'ত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

গবেষণাসং'ক্রা'ন্ত নি'ব'ন্ধ প্রকা'শিত হয়েছে ‘নেচার ই'মি'উনো'লজি’ সা'ময়ি'কীতে। তারা বলছেন, গবেষণার ক্ষেত্রে কোভিড-১৯ মৃ'দু সং'ক্র'মণের শি'কার ২৮ ব্যক্তির র'ক্তের ন'মু'না, ১৪ জন গু'রু'তর অসু'স্থ ও ১৬ জন সু'স্থ ব্যক্তির র'ক্তের ন'মু'না পরী'ক্ষা করেছেন।

গবেষণা নিব'ন্ধে বলা হয়, সং'ক্র'মি'ত ব্যক্তিদের ক্ষেত্রে টি-সে'লের তী'ব্র প্র'তিক্রি'য়া তারা দেখেছেন। এ ক্ষেত্রে মৃ'দু ও গু'রু'তর অসু'স্থ ব্যক্তিদের ক্ষেত্রে প্রতি'ক্রি'য়ার ভি'ন্ন'তা পাওয়া গেছে।

এমআরসির গবে'ষণায় দেখা গেছে, মানুষের কো'ষে প্রবেশকারী স্পা'ই'ক প্রো'টি'নসহ ভাইরাসের আটটি পৃ'থক অং'শ শ'না'ক্ত করতে পারে টি-সে'ল। এই লক্ষ্যের তালি'কাটি ভবিষ্যতে ভ্যাকসিনের পরি'শো'ধনে প্রয়োজনীয় ই'ঙ্গি'ত দিতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে