আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তী'ব্র উ'ত্তেজনা বিরাজ করছে চীনের। এদিকে ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে। তাই সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জো'রদারে ইরান, পাকিস্তান, চীন ও রাশিয়ার সশ'স্ত্র বাহিনী যৌথ সামরিক মহ'ড়ায় অংশ নিচ্ছে।
চলতি মাসের শেষের দিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলে এ মহ'ড়া অনুষ্ঠিত হবে এবং তাতে আরো কয়েকটি দেশ অংশ নেবে বলে কথা রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞ'প্তির মাধ্যমে এ ঘোষণা দেয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমার এ মহড়ায় যোগ দেবে। মহ'ড়ার নাম দেয়া হয়েছে ককেশাস-২০২০।
চীনা প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহ'ড়া চলবে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এতে প্রতিরক্ষা কৌশল র'প্ত করার ওপর বিশেষ জো'র দেয়া হবে। এছাড়া শ'ত্রুপক্ষকে ঘে'রাও করা, যু'দ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও ক'মান্ড পরিচালনার বিষয়গুলোও গুরুত্ব পাবে।