শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৪:২৩

ফের ইরানবিরোধী নিষেধা'জ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা প্র'ত্যাখ্যান করল ইউরোপ

ফের ইরানবিরোধী নিষেধা'জ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা প্র'ত্যাখ্যান করল ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন সরকার ইরানের বিরু'দ্ধে জাতিসংঘের সব নিষে'ধা'জ্ঞা পুন'র্বহালের যে চে'ষ্টা করছে তাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন ওই প্রচেষ্টার তী'ব্র সমালোচনা করে ইরানের পরমাণু সমঝো'তার র'ক্ষা করার জন্য ইউরোপীয় দেশগুলোকে অভি'ন্ন নী'তি গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়েছে, তিন পররাষ্ট্রমন্ত্রী তাদের বৈঠকে ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে পরবর্তী করণীয় ঠিক করতে আলাপ-আলোচনা করেছেন। ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে বৈঠক করেন। বৈঠকে ভি'ডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।

বোরেলের পূর্বসূরি ফেডেরিকা মোগেরিনি ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে ম'ধ্যস্ততার ভূমিকা পালন করেছিলেন। লন্ডন বৈঠকে তিন ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি বোরেল ইরানের বি'রু'দ্ধে নিষে'ধাজ্ঞা পু'নর্বহা'লের মার্কিন প্রচেষ্টা প্র'ত্যাখ্যা'ন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে