বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৮:০৯

জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিষেধা'জ্ঞা তুলে ইরানের সঙ্গে সমঝোতায় ফেরার ঘোষণা

 জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিষেধা'জ্ঞা তুলে ইরানের সঙ্গে সমঝোতায় ফেরার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে যুক্তরাষ্ট্রকে  ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেবেন। সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র ওয়েবসাইটে লেখা এক প্রবন্ধে জো বাইডেন একথা বলেন। তিনি পরমাণু সমঝোতাকে ‘ক'ঠিনভাবে মেনে চলার চুক্তি’ বলে ম'ন্তব্য করেন।

জো বাইডেন বলেন, “আমি ইরানকে কূটনীতির পথে ফিরে আসার প্র'স্তাব দেব। যদি ইরান সমঝোতায় ফিরে আসে তাহলে আমেরিকাও তাতে যু'ক্ত হবে।” জো বাইডেন আরো বলেন, “আমি আর এমন কিছু পদক্ষেপ নেব যাতে মার্কিন নিষেধা'জ্ঞার কারণে ইরানের করোনাবিরোধী ল'ড়াই বা'ধাগ্র'স্ত না হয়। এরপর আমি ধীরে ধীরে ট্রাম্পের আ'রোপ করা অসম্মা'নজনক ভ্রমণ নিষেধা'জ্ঞা তুলে নেব।”

২০১৮ সালের মে মাসে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থ'গিত রেখেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে