আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে করোনা ভাইরাস ম'হামা'রি যখন চ'রমে, তখন এডেন নগরীতে একটি মাত্র হাসপাতাল চালু ছিল। এডেনে থাকে প্রায় দশ লাখ মানুষ। কোভিড-১৯ নিয়ে আ'তং'কে এবং পিপিই-র সং'ক'টের কারণে বেশিরভাগ ডাক্তার পালিয়েছেন। সৌদি-হুথিদের চলমান সং'ঘ'র্ষে ভূ'তুড়ে নগরীতে পরিণত হয়েছে এডেন।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) প্রধান রবার্ট ঘোসেন বলেন, এডেনে জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ প্রয়োজন। তাছাড়া, খাবার, পানিসহ আরো নানা স'ঙ্ক'টে জ'র্জ'রিত হয়ে পড়েছে নগরীর মানুষ। সম্প্রতি কয়েক বছরে ইয়েমেনে কয়েকটি ভিন্ন ভিন্ন দলের মধ্যে প্র'চ'ণ্ড ল'ড়া'ই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে এ সং'ঘ'র্ষে প্রাণ হা'রিয়েছে ৭০০ জনেরও বেশি মানুষ।
মৃ'তের সংখ্যা বাড়তে থাকায় ভূ'তু'ড়ে নগরীতে প'রিণ'ত হয়েছে এডেন। লোকজন কাউকে কোথাও আর দেখা যাচ্ছে না। সবাই আ'ত্মগো'পন করে আছে। অর্থনীতি থ'মকে গেছে। রাস্তায় রাস্তায় কেবল ঘরবাড়ির ধ্বং'স্তুপ আর আব'র্জনা। মূল সং'ঘ'র্ষ হুতি বিদ্রো'হী এবং প্রেসিডেন্ট আবদুল্লাহ মনসুর হাদি সরকারের অনুগত বা'হি'নীর মধ্যে। নগরীতে রয়েছে বিভিন্ন দলের স'শ'স্ত্র মানুষ। এ এক বিশাল নগরী। কিন্তু সব কিছুই অ'চ'ল হয়ে পড়েছে। নি'রা'পত্তার অভাবের কারণে নগরীতে ত্রাণ ঠিকমত পৌঁছানো যাচ্ছেনা।
ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেন। শহরটি বাব এল মান্দেব থেকে ১৭০ কিমি (১১০ মা) পূর্ব দিকে লোহিত সাগরের (এডেন উপসাগর) পূর্ব দিকে অবস্থিত। এর জনসংখ্যা প্রায় ৮০০,০০০ জন। অ্যাডেনের প্রাকৃতিক আশ্রয়স্থল একটি নি'ষ্ক্রি'য় আ'গ্নে'য়গি'রির ক্র্যা'টারে অবস্থিত, যা এখন একটি নিম্ন উপদ্বীপ দ্বারা মূলভূমি সংযু'ক্ত একটি উপদ্বীপ গঠন করেছে।
এই আশ্রয়স্থল, ফ্রন্ট উপসাগর, প্রথমত খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে সপ্তম শতাব্দীততে প্রাচীন আতসান রাজ্যের দ্বারা ব্যবহৃত হয়। আধুনিক বন্দরটি উপদ্বীপের অন্য দিকে অবস্থিত। এডেনবাসীর নাম এডেন উপসাগর দেয়। অ্যাডেন আধুনিক বন্দরটি গঠিত একটি বিশাল, প্রাকৃতিক আশ্রয়ের পূর্ব দিকে। এই শহরটি বরং বড়, এখনো এটিতে কোন প্রাকৃতিক সম্পদ নেই। তবে, অ্যাডেনের অ্যাডেন ট্যাংক নামে জলাধার রয়েছে।