শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৬:৪৭:২১

যেখানে ৬ জানুয়ারি বড়দিন, ১৩ জানুয়ারি নতুন বছর পালিত হয়

যেখানে ৬ জানুয়ারি বড়দিন, ১৩ জানুয়ারি নতুন বছর পালিত হয়

আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার রাতে বিশ্বের প্রায় সমস্ত দেশই নিজেরা নিজের মতো করে বর্ষবরণ করেছে। কয়েকদিন আগে ধুমধাম করে উদ্‌যাপন করা হয়েছে ক্রিসমাস। তবে ব্রিটেনের এক টুকরো জায়গা রয়েছে, যেখানে পালিত হয়নি কোনও উত্‍সব। না সাজানো হয়েছে ঘরদোর, না পোড়ানো হয়েছে আতসবাজি। না, কোনও শোকের আবহে এমনটা হয়নি। আসলে এখানে কখনোই বড়দিনে বড়দিন, বা নিউ ইয়ারে নিউ ইয়ার পালিত হয় না। ইংল্যান্ডের ফোউলা দ্বীপে উত্‍সবের সময় শুরু হয় জানুয়ারির ৬ তারিখ থেকে। এর পেছনেও অবশ্য একটা কারণ রয়েছে। এই দ্বীপের বাসিন্দারা জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বড়দিন বা নিউ ইয়ার পালন করে। যা আসলে শুরু হয় ৬ জানুয়ারি থেকে। এই দ্বীপে ত্রিশজন বাসিন্দা থাকেন। দ্বীপটির আয়তন দৈর্ঘ্যে সাড়ে তিন মাইল এবং প্রস্থে আড়াই মাইল। এখানকার ৬টি বাচ্চা এখনও সান্টাক্লজের জন্য অপেক্ষা করে বসে আছে। ক্যালেন্ডার অনুযায়ী, ক্রিসমাস হয় ৬ জানুয়ারি এবং নতুন বছর পালিত হয় ১৩ জানুয়ারি। বাসিন্দারা কথাও বলেন নর্ন ভাষায়। ভাষাটি প্রায় ১৮০০ বছর আগে অবলুপ্ত হয়ে গিয়েছে। এঁদের আচার আচরণও এখন আর কোথাও দেখা যায় না। এঁরাই এই ট্রেডিশনের শেষ ধারক এবং বাহক। বড়দিন হোক বা নিউ ইয়ার।, দ্বীপের সকলেই যে কোনও একজনের বাড়িতে একত্রিত হন। সেখানেই সকলে মিলে হৈ-হুল্লোড়ে মাতেন। দ্বীপেরই এক বাসিন্দা ক্রফ্টার জিম গিয়ার বলেন, 'আমরা বহুদিন ধরে এই ট্রেডিশন ধরে রেখেছি। আসলে আমরা ইউনিক নই, বাকি বিশ্ব পুরনো ক্যালেন্ডার অনুসরণ করে। আর আমরা অনুসরণ করি নতুন ক্যালেন্ডার।' ২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে