আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ছ'ড়িয়ে পড়েছে নতুন এক ধরনের ব্যাকটেরিয়া। এরই মধ্যে তিন হাজারের বেশি মানুষ ‘ব্রু'সেলো'সি'স’ ব্যাকটেরিয়ায় আ'ক্রা'ন্ত হয়েছেন।
চীনের লিয়াওনিং প্রদেশের ‘ব্রু'সে'লো'সিস’-এর প্রা'দুর্ভা'বকে ল্যানজো বায়োফার্মাসিউটিকাল কারখানায় গ্যাস লি'ক হওয়াকে দা'য়ী করা হচ্ছে। আ'ক্রা'ন্ত প্রাণীদের কেউ সং'স্প'র্শ এলে মানুষ সং'ক্র'মিত হওয়ার আশ'ঙ্কা রয়েছে।
মার্কিন রোগ নিয়'ন্ত্রণ ও প্রতিরো'ধ কেন্দ্র- সিডিসি জানায়, ব্রুসেলোসিস মাল্টা বা ভূমধ্যসাগরীয় জ্ব'র নামেও পরিচিত। মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে এর সং'ক্র'মণ ঘ'টে। এই রো'গের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, মাংসপে'শীতে ব্য'থা, জ্ব'র ও অব'সাদ। নি'শ্বাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়ায় আ'ক্রা'ন্ত হয় বলেও সং'স্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গানসু প্রদেশের লানচৌ শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তিন হাজার ২৪৫ জনের ব্রুসেলোসিস রো'গ সম্পর্কে নি'শ্চি'ত হওয়া গেছে। আরও এক হাজার ৪০১ জনের মধ্যে প্রাথমিকভাবে এর উ'পস্থি'তি শ'না'ক্ত হয়েছে। তবে এখনও মৃ'ত্যুর খবর পাওয়া যায়নি।প'রিস্থি'তি খ'তিয়ে দেখতে ওই এলাকার ২৯ লাখ বাসিন্দার মধ্যে ২১ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছ'ড়িয়ে পড়েছে প্রা'ণঘা'তী করোনা ভাইরাস।