শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৩:৫১

ফিলিস্তিনি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব

ফিলিস্তিনি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের শান্তি, সৌহার্দ ও সম্প্রীতি র'ক্ষায় সৌদি আরব তার নীতিতে সব সময়ের মতোই অটল রয়েছে। এ অঞ্চলের শান্তি, শৃ'ঙ্খ'লা ও স্থি'তিশী'লতায় বিন'ষ্ট করে এমন কোনো অ'পচে'ষ্টাকেই ব'রদা'শত করা হবে না বলে ক'ড়া হু'শিয়া'রি উচ্চারণ করেছে সৌদি মন্ত্রিসভা।

বুধবার অনলাইনে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ কথা বলেন। সৌদি সংবাদ সংস্থা এসপিআইয়ের তথ্যানুযায়ী, সৌদি মন্ত্রিপরিষদ ফিলিস্তিনি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে মন্ত্রীরা তাদের অতীত ইতিহাস স্মরণ করে দিয়ে বলেন, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব সবসময় ন্যা'য়বি'চারের পক্ষে ছিল। ফলে ১৯৬৭ সালে ফিলিস্তিনের জনগণ পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিল। ফিলিস্তিনিদের জন্য আমরা এমন একটি সমাধান চাই, যা আরব বিশ্বের শান্তি ও সং'হ'তি র'ক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য ও বিবেচিত হবে।

সৌদি আরবের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ড. মাজেদ অল কাসবী ব্রিফিংয়ে বলেন, ''সভায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষে'পণা'স্ত্র দিয়ে সৌদি আরবের সা'ম'রিক ও বেসা'ম'রিক নাগরিকদের ওপর হু'তি স'ন্ত্রা'সীদের হা'ম'লার নি'ন্দা জানানো হয়েছে।'' 

মন্ত্রিসভায় হুতিদের আ'ক্র'মণকে প্র'তিহ'ত করার জন্য আরব লীগের কর্মতৎ'পরতার প্রশংসা করা হয়। এ ছাড়া সভায় কাবুলে আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হা'মলার নি'ন্দা জানিয়ে সব প্রকার স'হিং'সতা, স'ন্ত্রা'সবা'দ ও চ'র'মপ'ন্থার বি'রু'দ্ধে আফগানিস্তানের প্রতি সং'হ'তি প্রকা'শ করা হয়। সূত্র: উর্দু নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে