শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮:২৫

ফেলে দেওয়া কন্ডোম ধুয়ে শুকিয়ে ফের বিক্রি, ৩৬০ কেজি কন্ডোম বাজে'য়াপ্ত: গ্রেফতার মহিলা

ফেলে দেওয়া কন্ডোম ধুয়ে শুকিয়ে ফের বিক্রি, ৩৬০ কেজি কন্ডোম বাজে'য়াপ্ত: গ্রেফতার মহিলা

আন্তর্জাতিক ডেস্ক : কন্ডোম ব্যবহার করে ফেলে দেওয়ারই নিয়ম। একই কন্ডোম দ্বিতীয় বার ব্যবহার করা যে কোনও সময়েই বি'প'জ্জ'নক ও অপ'রিচ্ছ'ন্নতার নিদ'র্শন। কিন্তু এই ব্যবহার করা কন্ডোম নিয়েই জ'ঘ'ন্য এক ব্যবসা চলছে ভিয়েতনামে! জানা গেছে, ব্যবহার করে ফেলে দেওয়া ক'ন্ডো'ম জোগাড় করে, সেগুলি ধুয়ে, শুকিয়ে, ফের প্যাকেটে ভরে, রীতিমতো নতুনের মতো করে বিক্রি করা হচ্ছে! 

রয়টার্স জানিয়েছে, ভিয়েতনাম পুলিশ সূ'ত্রে খবর মিলেছে, সে দেশের দক্ষিণ বিন দুয়ং প্রদেশের একটি গুদামে হানা দিয়ে প্রচুর পরিমাণ এরকম ক'ন্ডো'মের খোঁ'জ মিলেছে। ক'ন্ডো'মের সংখ্যা ও পরিমাণ দেখে, ব্যবসার আয়তন আ'ন্দা'জ করে কার্যত চোখ কপালে উঠেছে পুলিশের। পুলিশ জানিয়েছে, বড় বড় কয়েক ডজন ব্যাগে ভর্তি শুধুই কন্ডোম। সে সবই ব্যবহার করার পরে ধুয়ে শুকিয়ে প্যাকেটব'ন্দি করা। মোট ৩৬০ কেজি কন্ডোম বা'জেয়া'প্ত হয়েছে, সংখ্যার হিসেবে প্রায় সাড়ে তিন ল'ক্ষটি!

এই চ'র'ম বি'প'জ্জ'নক ও জ'ঘ'ন্য জালি'য়াতিতে এক মহিলাকে গ্রেফ'তারও করেছে পুলিশ। রয়টার্স জানিয়েছে, ধৃ'ত মহিলা জে'রার মুখে পুলিশের কাছে জানিয়েছেন, বিভিন্ন আব'র্জনার স্তূ'প থেকে কন্ডোম খুঁ'জে খুঁ'জে জড়ো করা হয়। তার পরে সেগুলি গরম জলে ধুয়ে, শুকনো করে, নকল পেনিসের মধ্যে পরিয়ে আকার ঠিক করে, ফের নতুনের মতো করে তোলা হয়। সেগুলিই বিক্রি হয়।

এই কাজটি করার জন্য, এক কেজি ক'ন্ডো'ম পিছু তিনি .১৭ মার্কিন ডলার করে পারিশ্রমিক পান বলেও জানিয়েছেন। তবে এভাবে কত ব্যবহৃত কন্ডোম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, কতই বা বিক্রি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। ওই গুদামের মালিক কে, এই ব্যবসাটিই বা কাদের—তা নিয়ে এখনও অ'ন্ধকারে ভিয়েতনামের পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে