সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৪২:৫৯

হাসনাতের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

হাসনাতের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

এমটিনিউজ২৪ ডেস্ক : আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি জোট হওয়ায়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হাসনাত আব্দুল্লাহর জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ। 

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 

একই দিন বিকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি অংশগ্রহণে মোট ১০ দলীয় জোট ঘোষণা দেন।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যে কোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আমার নির্বাচনি প্রচারণার জন্য অনেক পরিশ্রম করেছেন, আমি আপনাদের কাছে ঋণী। আমরা দ্বীন বিজয়ের আন্দোলনে সবাই একসঙ্গে হয়ে কাজ করব।

দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, এনসিপি ও জামায়াতের জোট ঘোষণার পর কুমিল্লা-৪ আসনে সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা মনে করি, এটি তার ব্যক্তিত্ব ও দলীয় গুণ ফুটে উঠেছে। আমরা সবাই মিলেমিশে এক সঙ্গে দেবিদ্বারের উন্নয়ন চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে